Roy Krishna: মোহনবাগানকে হারিয়ে ‘বোমা ফাটালেন’ রয় কৃষ্ণা

তাঁর করা গোলেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে হারিয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনালের প্রথম লেগে দলকে এগিয়ে রেখেছেন রয় কৃষ্ণা (Roy…

roy krishna odisha fc

তাঁর করা গোলেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে হারিয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনালের প্রথম লেগে দলকে এগিয়ে রেখেছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ম্যাচের পরের দিন সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন রয়।

প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর দু’টি গোল করে ম্যাচ জিতে নেয় ওড়িশা এফসি। ম্যাচের জয় সূচক গোল রয় কৃষ্ণার। কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই রয় কৃষ্ণার ওপর ভরসা রেখেছিলেন ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা।

সোশ্যাল মিডিয়ায় রয় কৃষ্ণা মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনাল প্রসঙ্গে বলতে গিয়ে ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, “এবারের মরসুমে আমাদের শেষ হোম ম্যাচকে সম্মান জানানোর এর থেকে ভালো উপায় আর কি হতে পারতো। নিশ্চিত এই জয় সবথেকে জয় ছিল না। তবে আমাদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে তখন সর্বদা সমর্থকরা পাশে থেকেছেন। আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা সমর্থকদের কথা মাঠ থেকে শুনতে পেয়েছি। সমর্থকদের জন্য আমাদের ভালো কিছু করতেই হতো। কলকাতায় এই কাজ আরও কঠিন হবে।”

সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াগনে। আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে শুরু হবে ম্যাচ। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। অন্য দিকে বাগানের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইবে ওড়িশা এফসি।