Transfer Rumors: দ্রুত কমছে এই বিদেশির দল বদল সংক্রান্ত জল্পনা

আচমকা জল্পনা (transfer rumors) শুরু হয়েছিল ইতালির এক ফুটবলারকে কেন্দ্র করে। তিনি নাকি যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গলে! চলতি মরসুম শেষ হতে চলেছে। সেই সঙ্গে কমছে…

Tommaso Biasci

আচমকা জল্পনা (transfer rumors) শুরু হয়েছিল ইতালির এক ফুটবলারকে কেন্দ্র করে। তিনি নাকি যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গলে! চলতি মরসুম শেষ হতে চলেছে। সেই সঙ্গে কমছে ইতালিয়ান ফুটবলারের দল বদল সংক্রান্ত জল্পনা।

টমাসো বিয়াসিকে নিয়ে জল্পনা নতুন নয়। এবারের মরসুম শুরু হওয়ার আগেও এই ফরোয়ার্ডকে নিয়ে জল্পনা চলেছিল। তখন অনেকে দাবি করেছিলেন তিনি যোগ দিতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টে। বিয়াসি মোহনবাগানে আসেননি। এমনকি ইন্ডিয়ান সুপার লিগের কোনও ক্লাবেই তিনি সই করেননি।

   

এবারের মরসুম শেষ হওয়ার আগেও সেই তাঁকে নিয়েই ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে চর্চা। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছিলেন ইতালিয়ান ফরোয়ার্ড যোগ দিতে পারেন লাল হলুদ শিবিরে। বিয়াসির ইস্টবেঙ্গলে যোগ দেওয়া সংক্রান্ত জল্পনা কমেছে অনেকটাই।

টমাসো বিয়াসিকে নিয়েই কেন বারবার জল্পনা?
ইন্ডিয়ান সুপার লিগে বা ভারতীয় ফুটবলে বেশি বাজেটের যে ফুটবলাররা সাধারণত আসেন তাঁদের সঙ্গে বিয়াসির প্রোফাইলের কিছু মিল রয়েছে। বয়স তিরিশের কাছাকাছি। খুব নামকরা ক্লাবে খেলেছেন বা খেলছেন এমনটা নয়। ট্রান্সফার মার্কেট ওয়েব সাইট অনুযায়ী এই ফরোয়ার্ডের ট্রান্সফার মূল্য আগের থেকে বেড়েছে। এখন ৫ কোটি টাকার বেশি। এর আগের দুই মরসুমে ট্রান্সফার মুল্য ছিল ৪ কোটির ঘরে। এই রেঞ্জের ফুটবলাররা বিদেশি ফুটবলারা এখন ভারতে খেলছেন। এই সমস্ত পরিসংখ্যান মিলিয়েজুলিয়ে ফলাফলে আসার চেষ্টা করেছেন কেউ কেউ।