Ollie Robinson: রবিনসন বানেই কুপোকাত রবিনসন, ঘাতক কোহলি

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকেই নেট দুনিয়ার রমরমিয়ে চলছে ওলি রবিনসনের (Ollie Robinson) নাম। প্রথম ম্যাচে তীব্র ভাবে ব্যঙ্গ করেন তখন ব্যাট করা উসমান খোয়াজাকে। শুধু…

Robinson kohli

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকেই নেট দুনিয়ার রমরমিয়ে চলছে ওলি রবিনসনের (Ollie Robinson) নাম। প্রথম ম্যাচে তীব্র ভাবে ব্যঙ্গ করেন তখন ব্যাট করা উসমান খোয়াজাকে। শুধু তাই নয়, কটাক্ষের সপক্ষে ঢাল তুলে বলেন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংও তো এমন করেই প্রতিপক্ষকে কটাক্ষ করতেন মাঠে!

তাতে অবশ্য যথাযত উত্তর দিয়ে দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং। বলেছেন, “অলি রবিনসন ওসব বলার পরে যেমনটা আমি আগেও বলেছি, এই ইংল্যান্ড আমাদের দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেনি। আর তাঁরা খুব দ্রুত বুঝবে, অ্যাশেজ ক্রিকেট খেলা এবং একটি ভাল অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বিপক্ষে খেলা কী! এবং গতসপ্তাহের পরও যদি রবিনসন এটা শিখে না থাকে, তাহলে ধরে নিতে হবে, তিনি একজন ধীরগতির শিক্ষার্থী।” তবে রবিনসনের বান রবিনসনের দিকেই ধেয়ে এসেছিল ২০২১ সালে। ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ভারত, তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।

   

দ্বিতীয় টেস্ট, সেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, ভারতের সেই বিখ্যাত জয়! স্টুয়ার্ট ব্রডের এক ওভারে বুমরার মারা সেই ৩৫টা রান। সেই অ্যন্ডর্সনের ক্রমাগত বাউন্সার দেওয়ায় ক্ষেঁপে যাওয়া বুমরা, শামির কড়কড়ে পঞ্চাশটা রান!সেবার যশপ্রীত বুমরার সাথে বিবাদে জড়ান জেমস্ অ্যান্ডার্সন। সেই থেকেই সূত্রপাত তিক্ততর। রবিনসন ব্যাট করলে পর তাঁকেই দু-চার কথা শুনিয়ে দেন সামনে দাঁড়িয়ে থাকা কোহলি।

কোহলিকে বলতে শোনা যায়, “”আপনার ইনিংস ঠিক কতটা বিরক্তিকর ছিল? কতটা বিরক্তিকর ছিল আপনার ইনিংস? (রবিনসনের দিকে ইঙ্গিত করে) – হয়তো, এভাবেই আপনি টিকে আছেন টেস্ট ম্যাচে। ক়
কম’ন বিগ মাউথ, (রবিনসন), গ’না ব্রিং ইয়র শীটস্ টুডে?”

বরাবরই আগ্রাসনের জন্য “কুখ্যাত” কোহলির কাছে কিটু বলতে পারেনি রবিনসন। তবে, এইবার রবিনসন পরে অ্যাশেজে নিয়ে বলেন যে ম্যাচটিকে “নান্দনিক” করতেই এমন করেছেন তিনি।