Lok Sabha Election: প্রচার চলাকালীন মঞ্চেই অজ্ঞান হয়ে গেলেন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী!

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। ২৬ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। দেশের এ প্রান্ত থেকে ও…

bjp-flag

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। ২৬ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরই মধ্যে বিপত্তি। ভোট প্রচার চলাকালীন মাথা ঘুরে পড়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গড়করি। বুধবার মহারাষ্ট্রে একটি জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। সভা চলাকালীন আচমকা জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়।

এদিন যবতমালের পুসাদে জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু আচমকা তাল কাটে। হঠাৎ জ্ঞান হারিয়ে মঞ্চে পড়ে যান নীতিন গড়করি। দ্রুত তাঁর দলের সদস্যরা প্রবীণ নেতাকে তুলে ধরেন। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। দলের বেশ কয়েকজন কর্মীকে নীতিন গড়করির চোখে-মুখে জলের ঝাপটা দেন। এরপর প্রবীণ নেতাকে মঞ্চ থেকে নিয়ে যেতে দেখা যায়। দ্রুত তাঁর চিকিৎসার আবেদন জানান দলের কর্মী সমর্থকরা।

প্রথম দফায় মহারাষ্ট্রের নাগপুর আসনে ভোট হয়েছে। এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। নিজের কেন্দ্রে ভোট মেটার পর থেকে এনডিএ জোটের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছেন হেভিওয়েট এই কেন্দ্রীয় মন্ত্রী। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা নেতা রাজশ্রী পাটিলের হয়ে প্রচার করছিলেন তিনি। রাজশ্রী যবতমাল লোকসভা আসন থেকে ক্ষমতাসীন মহায়ুতি জোটের প্রার্থী।

দ্বিতীয় দফা, অর্থাৎ ২৬ এপ্রিল মহারাষ্ট্রের বেশ কয়েকটি আসনে ভোট হবে। যবতমাল ছাড়াও ওই দিন বুলধানা, আকোলা, অমরাবতী, ওয়ার্ধা, হিঙ্গোলি, নান্দেদ এবং পারভানি আসনে নির্বাচন হবে। গোটা দেশের মতই মহারাষ্ট্রের পূর্ব-মধ্য অঞ্চলের বিদর্ভে অবস্থিত যবতমালে তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়া দফতর আগামী কয়েক দিন মহারাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

দীর্ঘদিন ধরেই সুগারের সমস্যায় ভুগছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এর আগেও একাধিকবার রাজনৈতিক কর্মসূচি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন।