SpiceJet: মাত্র ১৬২২ টাকায় যান অযোধ্যা, অফার খুব সীমিত

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অকাল দীপাবলিতে মেতে উঠেছে গোটা দেশ । এখন সবাই ভগবান রামকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে…

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অকাল দীপাবলিতে মেতে উঠেছে গোটা দেশ । এখন সবাই ভগবান রামকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সব এয়ারলাইন্স নিজেদের মতো করে অফারও দিচ্ছে। সস্তায় অযোধ্যা পৌঁছনোর প্রস্তাব দিয়েছে স্পাইসজেট (SpiceJet)। মাত্র ১৬২২ টাকায় অযোধ্যায় পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

আজ অর্থাৎ ২২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু করছে স্পাইসজেট। যা চলবে প্রায় এক সপ্তাহ অর্থাৎ ২৮ জানুয়ারি পর্যন্ত। এই অফারের আওতায় ভ্রমণের সময়সীমা রাখা হয়েছে ২২ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ২২ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত টিকিট বুক করা যাবে।

   

ডিসকাউন্টের কথা জানিয়েছে বিমান সংস্থাটি। কোম্পানি স্পাইসম্যাক্সে ৩০ শতাংশ ছাড়ও দিচ্ছে। মুম্বই-গোয়া, দিল্লি-জয়পুর এবং গুয়াহাটি-বাগডোগরার মতো জনপ্রিয় ডোমেস্টিক রুটেও এই অফার প্রযোজ্য হতে পারে। ১ ফেব্রুয়ারি থেকে দেশের একাধিক শহর থেকে অযোধ্যায় উড়ান চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি। চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, পাটনা, দ্বারভাঙা, দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু থেকে অযোধ্যায় সরাসরি উড়ান চালুর পরিকল্পনা করছে এই সংস্থা।

ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বৈধ

স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, এই অফারের সুবিধা নিতে ২২ থেকে ২৮ জানুয়ারির মধ্যে টিকিট কিনতে হবে । এই অফারটি ২২ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত ননস্টপ ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রযোজ্য। আগামী ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির। অনুমান করা হচ্ছে যে প্রতিদিন দুই থেকে তিন লক্ষ মানুষ অযোধ্যা পৌঁছতে পারেন। গত ৩০ সেপ্টেম্বর অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।