বৈঠক বিভ্রাটে আগামী মঙ্গলবার ফের আলোচনায় বসছে Emami-East Bengal

গত বৃহস্পতিবার আইএসএল মরশুমের পর প্রথমবার লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক বসেন লাল-হলুদ (Emami-East Bengal) কর্তারা। যেখানে পরবর্তী মরশুমের জন্য নতুন কোচ নির্বাচিত করার পাশাপাশি দল গঠনের স্বার্থে বাজেট বৃদ্ধির কথাও বিশেষভাবে উঠে আসে।

Emami-East-Bengal officials discussing strategies

গত বৃহস্পতিবার আইএসএল মরশুমের পর প্রথমবার লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক বসেন লাল-হলুদ (Emami-East Bengal) কর্তারা। যেখানে পরবর্তী মরশুমের জন্য নতুন কোচ নির্বাচিত করার পাশাপাশি দল গঠনের স্বার্থে বাজেট বৃদ্ধির কথাও বিশেষভাবে উঠে আসে। কিন্তু সেই বৈঠক থেকেই কোনও সিদ্ধান্তে আসেনি ইমামি ইস্টবেঙ্গল। শোনা গিয়েছিল, শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে ফের বৈঠকে বসবে উভয় পক্ষ। কিন্তু তাতে ও বেড়িয়ে আসল না কোনো সমাধান সূত্র।

পূর্বের ঘোষণা মতো আজ বিকেল তিনটের একটু পরে লাল-হলুদ তাঁবুতে এসে উপস্থিত হয় ইমামি কর্তাদের একটি বিশেষ দল। প্রথমে ক্লাবের লাইব্রেরি ও মিউজিয়াম ঘুরে দেখানোর পর সকলকে বৈঠকের জন্য নিয়ে যান ক্লাব কর্তা দেবব্রত সরকার। তারপর প্রায় আড়াই ঘন্টা চলতে থাকে রুদ্ধদ্বার বৈঠক। তবে সেখান থেকেও উঠে আসেনি কোনো সমাধান সূত্র।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা গিয়েছে, আগামী মরশুমে লাল-হলুদের দল গঠন ও বাজেট বাড়ানোর মতো বিষয়গুলি কে মাথায় রেখে আগামী মঙ্গলবার রাত ৮টা নাগাদ ফের বৈঠকে বসতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। এবার বৈঠক হতে চলেছে ইমামি অফিসে। সেখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার বিষয়।

বলাবাহুল্য, এবারের আইএসএলে দলের খারাপ পারফরম্যান্সের কথা মাথায় রেখে আগামী মরশুমের জন্য একঝাঁক খেলোয়াড়দের তালিকা তৈরি করে ইমামি ডিরেক্টরদের কাছে পাঠিয়ে ছিল ক্লাব কতৃপক্ষ। জানা গিয়েছিল, সেই উইশ লিস্ট মিলিয়েই দল গঠনের কাজে হাত দেবে লাল-হলুদের এই লগ্নিকারী সংস্থা। তা আদৌ কতটা কার্যকরী হয় তা জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যে।