D-A Protest: টানা ৪১ দিন অনশনের জেরে অসুস্থ ডিএ আন্দোলনকারী

ধীরে ধীরে দেখা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা। ৪১ দিন ধরে অনশনের জেরে অসুস্থ ভাস্কর ঘোষ। ভাস্করবাবুর শরীর খুব খারাপ, জ্বর এসেছে, বিপি ও পালস রেট অসংলগ্ন। ৪১ দিনেও সরকার চুপ।

D-A protester on hunger strike in Kolkata

ধীরে ধীরে দেখা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা। ৪১ দিন ধরে অনশনের জেরে অসুস্থ ভাস্কর ঘোষ। ভাস্করবাবুর শরীর খুব খারাপ, জ্বর এসেছে, বিপি ও পালস রেট অসংলগ্ন। ৪১ দিনেও সরকার চুপ। বরং সরকারের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আন্দোলনকারীদের বিপক্ষে৷ এবার সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহিদ মিনারের সামনে ধর্না জারি রেখেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন৷ আন্দোলনের পাশাপাশি অনশন কর্মসূচি জারি রেখেছেন তাঁরা। একাধিক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে। সরকারকে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আবেদন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরই মধ্যে এক অনশনকারীর অসুস্থতা ভাবিয়ে তুলেছে আন্দোলনকারীদের।

এরই মধ্যে ১০ মার্চ ধর্মঘট নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। একদিনের মাইনে কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার বিরুদ্ধে গর্জে উঠেছে সরকারি কর্মচারীরা। তাঁদের বক্তব্য, আমরা সরকারি কর্মচারীরা অতীতেও ধর্মঘট করে শাস্তিমূলক অবস্থার মধ্যে পড়েছি, মাইনে কাটা গিয়েছে। কিন্তু এই আন্দোলন অত্যন্ত উচ্চতায় পৌঁছে গিয়েছে। মানুষের প্রতিবাদের মুখ খুলে গিয়েছে। সরকারী কর্মচারীরা সব জেনেই এতে অংশগ্রহণ করেছেন। কিন্তু তাঁরা এই ঐতিহাসিক আন্দোলনের ডাক থেকে তাঁরা দূরে থাকতে চাননি।

আগামী ২৯ তারিখ তৃণমূলের ছাত্র পরিষদের তরফে একটি সভার আয়োজন করা হয়েছে। শহীদ মিনারের সামনে সেই সভার জন্য অনুমতি ঘিরে টানাপোড়েন শুরু হয়েছে৷ এরই মধ্যে একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানুতোর৷