Emami-East Bengal Meeting: আড়াই ঘণ্টা অতিক্রান্ত বৈঠকের, কারা উপস্থিত রয়েছেন?

আইএসএলে দলের হতশ্রী পারফরম্যান্সের পর গত বৃহস্পতিবার প্রথম লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক বসেন লাল-হলুদ (Emami-East Bengal Meeting) কর্তারা।

East Bengal Football Club Press Conference

আইএসএলে দলের হতশ্রী পারফরম্যান্সের পর গত বৃহস্পতিবার প্রথম লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক বসেন লাল-হলুদ (Emami-East Bengal Meeting) কর্তারা। সেখানে আগামী মরশুমের জন্য নতুন কোচ নির্বাচিত করার পাশাপাশি বাজেট বৃদ্ধির কথাও পরিষ্কার ভাবে জানানো হয়। সেইমতো বৈঠক শেষে নতুন কোচ আনার কথা শোনা যায় আদিত্য আগরওয়ালের মুখে। পাশাপাশি আগামী বছর দল গঠনের ক্ষেত্রে বাজেট যে সমস্যায় ফেলবে না তা পরিষ্কার জানিয়ে দেন। তবে চলতি সপ্তাহে ফের বৈঠকে বসার কথা জানানো হয় তাদের তরফে।

আরও পড়ুন: East Bengal: ইমামি কর্তাদের লাইব্রেরি-আর্কাইভ ঘুরিয়ে বৈঠকে বসল লাল-হলুদ

East Bengal Club officials visiting Emami's library and archive for a meeting and tour

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল তিনটে থেকে ক্লাব তাঁবুতে ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা শোনা যায় ক্লাব কর্তাদের তরফে। সেইমতো আজ বেলা তিনটের একটু পরে ক্লাবে এসে হাজির হন ইমামি কর্তা সন্দীপ আগরওয়াল সহ বাকিরা। প্রথমে ক্লাবের আর্কাইভ ঘুরিয়ে দেখান ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার। তারপর শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক।

আরও পড়ুন: East Bengal: কোচ হতে পারেন জোসেফ গাম্বাউ, তাঁর স্বভাব নিয়ে চিন্তায় লাল-হলুদ শিবির

বর্তমানে আড়াই ঘন্টা অতিক্রান্ত হয়েছে এই বৈঠকের। জানা গিয়েছে এই বৈঠকে ইমামির পক্ষ থেকে রয়েছেন সিএফও সন্দীপ আগরওয়াল ও সিএমও দেবব্রত মুখোপাধ্যায়। সেইসাথে ক্লাব কর্তাদের পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন দলের সিটিও অমর ঘোষাল। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত বেড়িয়ে আসে, সেটাই জানার অপেক্ষায় সকলে।