Anubrata Mondal: পঞ্চায়েত ভোটের আগে আসানসোল জেলে ফিরতে আবেদন অনুব্রতর

তিহার জেলে মন টিকছে না। আসানসোলের জেলে ফিরতে মরিয়া তৃ়ণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গোরু পাচার মামলায় তাকে দিল্লি নিয়ে গিয়ে ইডি জেরা করছে।

Anubrata Mandal, TMC leader, surrounded by police personnel

তিহার জেলে মন টিকছে না। আসানসোলের জেলে ফিরতে মরিয়া তৃ়ণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গোরু পাচার মামলায় তাকে দিল্লি নিয়ে গিয়ে ইডি জেরা করছে।

আসানসোলে ফিরতে চেয়ে ফের আদালতের কাছে আবেদন জানিয়েছেন অনুব্রত মণ্ডল। শনিবার অনুব্রত মণ্ডলের আইনজীবী রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন দাখিল করেন। আগামী মাসে মামলার শুনানি। তিহার জেলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ তারিখ। সেই দিনেই হবে অনুব্রতর আসানসোল জেলে নিয়ে আসার শুনানি। তবে কী কারণে তিনি আসানসোল আদালতে ফিরতে চান? তা এখনও স্পষ্ট করে কিছুই জানাননি। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের জন্য অনুব্রত উদ্বিগ্ন।

তিহার জেলের ৭ নম্বর সেলে ঠাঁই হয়েছে কেষ্টর। সূত্রের খবর, তিহার জেলে যাওয়ার পরই থেকেই তিনি অসুস্থ বোধ করেন। আবার বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলতে বা বুঝতে পারেন না বলে জানিয়েছেন। ফলে তাঁর সুবিধার জন্য দোভাষী রাখার কথাও বলা হয়েছে আদালতের তরফে।

ইতিমধ্যেই গোরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের তলব করা হয়েছে। তলব করা হয়েছে সিউড়ি থানার আইসিকে। ডাকা হয়েছে আসানসোল জেলের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দকেও। তলব ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে।