আসানসোলে বিজেপির হারের কারণ জিতেন্দ্র তিওয়ারি! অগ্নিমিত্রার নামে অডিও

আসানসোল লোককসভার উপনির্বাচনে হেরেছে বিজেপি। গত আট বছর ধরে আসানসোল বিজেপির গড় থাকার পরেও কেন এই পতন মূল্যায়নে নেমে দলের নেতার বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি…

আসানসোল লোককসভার উপনির্বাচনে হেরেছে বিজেপি। গত আট বছর ধরে আসানসোল বিজেপির গড় থাকার পরেও কেন এই পতন মূল্যায়নে নেমে দলের নেতার বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল৷ প্রশ্নের মুখে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা। ১৭ সেকেন্ডের ভাইরাল একটি অডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷

রবিবার বিকেলের পর থেকেই ভাইরাল হয়েছে একটি অডিও৷ অডিওতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের কন্ঠস্বর শোনা যাচ্ছে বলেই ধরা হচ্ছে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪X৭। যেখানে শোনা যাচ্ছে, শুধুমাত্র তৃণমূল থেকে আসা জিতেন্দ্র তিওয়ারির শুধু প্রতি সন্দেহ প্রকাশ করেননি অগ্নিমিত্রা। এই বিষয়ে খোঁজ-খবর নিতে তদন্তও শুরু করেছেন তিনি!

ভাইরাল হওয়া অডিও ক্লিপে মহিলা কন্ঠকে বলতে শোনা যাচ্ছে, জিতেন্দ্র তিওয়ারি’দা ভোটের সময় কী রোল প্লে করেছেন? উনি কি আদৌ দলের হয়ে কাজ করেছেন ভোটের সময়, নাকি বিরোধিতা করেছেন সেটা জানতে চাইছি। রবিবার শিল্পাঞ্চলে তা ভাইরাল হয়েছে।

এবিষয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক জানিয়েছেন, হ্যাঁ বিষয়টি নিয়ে তদন্ত করছি। দলের অন্যান্য নেতারাও ভোটে কী কাজ করছেন, সেই খোঁজ-খবরই নেওয়া হচ্ছে।অর্থাৎ তিনি যে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে অসন্তুষ্ট, তা নেত্রীর বক্তব্যে পরিষ্কার। তাঁর কথায়, আসানসোলের উপনির্বাচনে জেতা কঠিন ছিল৷ কিন্তু তার পরেও আমরা আশা করেছিলাম ৩০ থেকে ৪০ হাজার ভোটে জিতব। যে ফলাফল হয়েছে, তার জন্য ছাপ্পা ভোট প্রধান কারণ। লোকসভা নির্বাচনের আগে আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার৷