Birbhum: শান্তিনিকেতনের গেস্ট হাউসে ইডি রিজার্ভ বেঞ্চ তৈরি, সিউড়ি-নানুরে সিবিআই, কী হবে কী হবে…

এ যেন সাঁড়াশি চাপ! একদিকে ইডি ও অন্যদিকে সিবিআই। বোলপুর-শান্তিনিকেতন জুডে চাপা উত্তেজনা আজই কি, আজই কি …তোলা হবে? চাপা আতঙ্ক বীরভূম (Birbhum) জেলা তৃণমূল…

এ যেন সাঁড়াশি চাপ! একদিকে ইডি ও অন্যদিকে সিবিআই। বোলপুর-শান্তিনিকেতন জুডে চাপা উত্তেজনা আজই কি, আজই কি …তোলা হবে? চাপা আতঙ্ক বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে। কী হবে কী হবে চিন্তা জেলা নেতাদের মধ্যে।

তৃ়ণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি বোলপুরে। তাঁর নাকের ডগায় কোটি কোটি কালো টাকা লেমদেনে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিলাসবহুল বাগানবাড়ি ‘অপা’তে ঢুকেছে ইডি দল। সূত্রের খবর একগুচ্ছ ইডি অফিসার রয়েছেন শান্তিনিকেতনের গেস্ট হাউসে। এখান থেকেই আরও আতঙ্ক ও চাপা ভয় জেলা তৃণমূলের মধ্যে। অনেকেরই মনে প্রশ্ন ওই রিজার্ভ বেঞ্চ কী করতে চলেছে।

এসএসসি দুর্নীতির তদন্তে পার্থ-অর্পিতার ‘অপা’ ছাড়াও বীরভূম জুড়ে আরও বিপুল সম্পত্তির নথি পেয়েছে ইডি। অভিযোগ, এসবের বড় অংশ পার্থ চট্টোপাধ্যায়ের অপর বান্ধবী তথা আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের। আরও অভিযোগ তিনিও পার্থর বিশেষ বান্ধবী বলে চর্চিত। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মোনালিসা।

শান্তিনিকেতনের ‘অপা’ বাগানবাড়িতে মাঝে মধ্যে আসতেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা। এমনই অভিযোগ। নিজেদের নামের অক্ষর দিয়ে বাড়ির নাম করেন তারা ‘অপা’। এসএসসি দুর্নীতির তদন্তে নেমে ইডি অভিযান এবার এই বাগানবাড়িতে।

অন্যদিকে জেলার নানুর ও সিউড়িতে চলছে সিবিআই অভিযান। সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ । পাথর ব্যাবসায়ী টুলু মন্ডল ও জেলা পরিষদর কর্মাধ্যক্ষ করিম খানের বাড়িতে তল্লাশি করছে সিবিআই। টিএমসি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় সিবিআই নজরে। তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি করার অভিযোগে গ্রেফতার করে জেরা করছে সিবিআই।