East Bengal: ইমামি কর্তাদের লাইব্রেরি-আর্কাইভ ঘুরিয়ে বৈঠকে বসল লাল-হলুদ

এবারের আইএসএলে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। শুরুতে সব ঠিক থাকলেও ধীরে ধীরে মুখ থুবড়ে পড়েছে তারা।

East Bengal Club officials visiting Emami's library and archive for a meeting and tour

এবারের আইএসএলে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। শুরুতে সব ঠিক থাকলেও ধীরে ধীরে মুখ থুবড়ে পড়েছে তারা। যারফলে লিগে টেবিলের ৯ নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব। এই পরিস্থিতিতে গত ২৩ তারিখ ইমামি হাউসে বৈঠকে বসে দুই পক্ষ। আগামী মরশুমের জন্য কোচ বদল ও বাজেট বাড়ানোর প্রসঙ্গ ও উঠে আসে। সেইসাথে ঠিক হয়, দল গঠন সংক্রান্ত বিষয়ে নিয়ে শনিবার ক্লাব তাঁবুতে ফের বৈঠকে বসবে দুই পক্ষ।

সেইমতো আজ নির্ধারিত সময়ের কিছুটা পড়ে লাল-হলুদ তাঁবুতে এসে উপস্থিত হন ইমামি কর্তা সন্দীপ আগরওয়াল সহ বাকিরা। এরপরেই তাদের কে ইস্টবেঙ্গল ক্লাবের লাইব্রেরি ও আর্কাইভ ভালোভাবে ঘুরিয়ে দেখান ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার। দেখানো হয় ক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকলাপ সম্পর্কিত স্টোরি বোর্ড। তারপরেই আজকের বৈঠকের জন্য যথা স্থানে নিয়ে যাওয়া হয় তাদের কে।

গত বৃহস্পতিবারের বৈঠক অনুসারে আগামী মরশুমের কোচ ও দল গঠনের বিষয় নিয়েই আজ আলোচনা হওয়ার কথা। পাশাপাশি আজ বৈঠকের শেষেই হয়ত ঘোষণা করা হতে পারে আগামী মরশুমের লাল-হলুদ কোচের নাম। উল্লেখ্য, বেশকিছুদিন আগেই একঝাঁক তারকা ফুটবলারদের পাশাপাশি কোচের নাম ইমামি ডিরেক্টরদের কাছে পাঠিয়ে ছিল ক্লাব কর্তারা। যদিও সেই তালিকা দেখে অবাক হয়েছিলেন লগ্নিকারী সংস্থার আধিকারিকরা। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে সব দিক বিবেচনা করে ক্লাব কর্তাদের সেই উইশ লিস্ট দেখে দল গঠনের কাজে হাত দিতে পারেন কর্তারা।