এবার আইসল্যান্ডের বিদেশিকে নিশ্চিত করল ইস্টবেঙ্গল

আরও একজন বিদেশিকে নিশ্চিত করল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে এবার কোনো ফুটবলার নন, দলে নিয়োগ করা হয়েছে একজন বিদেশি প্রশিক্ষককে। স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) সহকারী…

East Bengal Club rope in aridai cabrera

আরও একজন বিদেশিকে নিশ্চিত করল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে এবার কোনো ফুটবলার নন, দলে নিয়োগ করা হয়েছে একজন বিদেশি প্রশিক্ষককে। স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) সহকারী হিসেবে কাজ করবেন তিনি।

দশমীর সন্ধ্যায় পাওয়া খবর অনুযায়ী, আইসল্যান্ডের থোরহাল্লুর সিগেইরসনকে (Thórhallur Siggeirsson) সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। বিনো জর্জের পাশাপাশি ৩৫ বছর বয়সী এই প্রশিক্ষক স্টিফেনকে (Stephen Constantine) দলের কাজে সাহায্য করবেন।

প্রশিক্ষক হিসেবে সিগেইরসনিয়ে (Thórhallur Siggeirsson) বয়স তুলনামূলকভাবে কম। রয়েছে উয়েফা এ লাইসেন্স। প্রশিক্ষক হিসেবে দল সামলানোর অভিজ্ঞতা রয়েছে। ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব নেওয়ার আগে তিনি ছিলেন Knattspyrnufélagið Þróttur দলের দায়িত্বে।

দল বদলের বাজারে একের পর এক চমক দিয়েছিলেন ইমামি এবং ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। নিশ্চিত করা হয়েছিল একাধিক তারকা ও উঠতি খেলোয়াড়কে। ফুটবলার রিক্রুট করলেও অনুশীলনের শুরু থেকে কোচের সহকারী হিসেবে বিশেষ কেউ ছিলেন না। সেই শূন্য স্থানটিকে ক্রমশ ভরাট করে নিচ্ছে ক্লাব। আইসল্যান্ডের তরুণ প্রশিক্ষক দলের জন্য আগামী দিনে কার্যকরী হয়ে উঠতে পারেন বলে লাল-হলুদ (East Bengal) সমর্থকরা আশা করছেন।