Copa America 2024: চার গোলে জিতল ব্রাজিল, ভিনিসিয়াসের জোড়া গোল

কোপা আমেরিকায় (Copa America 2024) ছন্দে ফিরল ব্রাজিল (Brazil vs Paraguay)। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে সেলেকাওরা। জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। Advertisements Roy Krishna: ফুটবলে…

copa america 2024 brazil vs paraguay match

কোপা আমেরিকায় (Copa America 2024) ছন্দে ফিরল ব্রাজিল (Brazil vs Paraguay)। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে সেলেকাওরা। জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।

Advertisements

Roy Krishna: ফুটবলে সবই সম্ভব! এই ছোট্ট দেশের কাছে হারলেন কৃষ্ণারা

বিজ্ঞাপন

বর্তমানে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। একটি জয় ও একটি ড্র সহ চার পয়েন্ট রয়েছে দলটির নামের পাশে। অন্য দিকে কলম্বিয়া তাদের দু’টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। প্যারাগুয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে শুরু থেকেই বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। প্রথম গোলটি আসে ৩৫ মিনিটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে দারুণ এক মুভ করে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়াস জুনিয়র। ৪৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন সাভিনহো।

 

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও জাল কাঁপিয়ে দেয় দ্য ক্যানারি। এবারও গোল করলেন ভিনিসিয়ুস। প্রথমার্ধেই তিন গোলের লিড নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণে যায় প্যারাগুয়ে। ৪৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুরন্ত এক শটে গোলটি করেন আলদেরেত্তা।

Daniel Chima Chukwu: ইস্টবেঙ্গল বাতিল চিমার নামে রয়েছে এই ‘বিরল’ ঘটনা 

৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের চতুর্থ গোলটি করেন লুকাস পাকুয়েতা। এরপর আর প্রতিযোগিতায় ফিরতে পারেনি প্যারাগুয়ে। ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের আন্দ্রেস কুবাস। এই জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালের কাছাকাছি পৌঁছে গেল ব্রাজিল।