Chennaiyin FC: জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রি-সিজন শুরু করছে চেন্নাইয়িন

প্লে-অফ নিশ্চিত করে ও গত বছর চূড়ান্ত সাফল্য পায়নি চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। সেই হতাশা এখনো রয়েছে দক্ষিণের…

Chennaiyin FC

প্লে-অফ নিশ্চিত করে ও গত বছর চূড়ান্ত সাফল্য পায়নি চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। সেই হতাশা এখনো রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের সমর্থকদের। তবে নতুন মরশুমেও দলের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।

সেজন্য তার কথা মতোই দল বদলের বাজার থেকে ফুটবলারদের চূড়ান্ত করার কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। বর্তমানে ঘর গোছানোর কাজ অনেকটাই সেরে ফেলেছে এই ফুটবল ক্লাব। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলার সাইন করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে এই দল।

   

তরুণ ফুটবলার কিয়ান নাসিরি থেকে শুরু করে নামতের মতো ফুটবলারদের আনা হয়েছে দলে। সেইসাথে গুরকিয়াত সিং ও মহম্মদ নাওয়াজের মতো ফুটবলারদের ও এবার সাইন করিয়েছে চেন্নাইয়িন। সেইসাথে এবার তারা দলে নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস বাম্ব্রিলাকে। নতুন মরশুমে এই ফুটবলারের দিকেও নজর থাকবে সকলের। এছাড়াও রয়েছেন এলসিনোর মতো ফুটবলার। এক কথায় বলতে গেলে এবার অনেকটাই শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। এবার নতুন মরশুমের জন্য প্রি-সিজন শুরু করার পথে ওয়েন কোয়েলের দল।

যতদূর জানা গিয়েছে, আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গোটা দল নিয়ে প্রি-সিজন শুরু করতে চলেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। এরপরেই দলের প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন কোচ।