বিশ্বকাপের পর কোপা আমেরিকা সেরা আর্জেন্টিনা

মিয়ামি: গমগম করছিল মিয়ামির হার্ডরক স্টেডিয়াম। লিওনেল মেসির (Lionel Messi) চেনা মাঠ। বাকি খেলাটা দেখতে হল বেঞ্চে বসে। মুখে উদ্বেগ, তখনও গোল পায়নি দল। গোড়ালি…

Lionel Messi and Argentina

মিয়ামি: গমগম করছিল মিয়ামির হার্ডরক স্টেডিয়াম। লিওনেল মেসির (Lionel Messi) চেনা মাঠ। বাকি খেলাটা দেখতে হল বেঞ্চে বসে। মুখে উদ্বেগ, তখনও গোল পায়নি দল। গোড়ালি থেকে পা ফুলে ঢোল। কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল মাঝপথে ছেড়ে উঠে আসতে হয়েছিল লিওকে। মাথাচাড়া দিয়েছিল পুরোনো চোট। অগত্যা তুলে নিতে হল ম্যাচ থেকে।

   

Spain vs England: স্পেন চ্যাম্পিয়ন, ভগ্ন মনোরথ ইংল্যান্ড

মেসি যখন মাঠ ছাড়লেন খেলার বয়স তখন ৬৬ মিনিট। আর্জেন্টিনা (Argentina), কলম্বিয়া (Colombia) কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। কোপা আমেরিকার ফাইনালে অতিরিক্ত সময় ম্যাচ খেলানোর নিয়ম ছিল। নব্বই মিনিটের পরেও গোলের দেখা নেই। মাঠে লিওনেল মেসি নেই। ট্রফি জয়ের গন্ধ পেতে শুরু করেছিল কলম্বিয়া। কাতার বিশ্বকাপ জয়ের পর কি বুয়েন্স আয়ার্সে আসবে কোপা আমেরিকা ট্রফি? প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছিল আর্জেন্টিনার সমর্থকদের মনে।

কাতার বিশ্বকাপে আর্জের্টিনার ত্রাতা হয়ে উঠেছিলেন এমি মার্টিনেজ। ১৫ জুলাই নীল সাদা জার্সিতে হিরো লাউতারো মার্টিনেজ। গোল করলেন ১১২ মিনিটে। ৯৭ মিনিটে জুলিয়ান আলভারেজের জায়গায় মাঠে নেমেছিলেন। গোল করলেন ১১২ মিনিটে। লাউতারোকে যিনি গোলের পাস বাড়িয়েছিলেন সেই জিওভানি কেলসোকেও পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের শেষ বাঁশি বাজল আরও মিনিট আট পর। ততক্ষণে কলম্বিয়ার বিশেষ কিছু আর করার ছিল না। শেষ হল হামেস রদ্রিগেজদের স্বপ্নের দৌড়।

Copa America 2024: হামেসদের হারিয়ে মেসিদের সামনে সেরা দল হওয়ার সুযোগ

লাউতারো মার্টিনেজের কথা বলতে হয় আলাদা করে। ক্লাব ফুটবলে আন্ডারেটেড এক স্ট্রাইকার। দু’শোর বেশি ম্যাচ খেলে ইন্টার মিলানের হয়ে করেছেন একশোর বেশি গোল। আর্জেন্টিনার জার্সিতেও প্রায় তিরিশটি গোল রয়েছে তাঁর। তবুও কার্লস তেভেজ, সের্জিও এগুয়েরোদের জায়গা নিতে পারেননি। সমালোচকদের ভুল প্রমাণিত করে লাউতারো এবারের কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা।

এই নিয়ে রেকর্ড ষোলোবার খেতাব জিতল আর্জেন্টিনা। মেসি, দি মারিয়াদের জন্য যোগ্য উপহার।