আর্জেন্টিনাকে সপ্তমবারের মতো কোপা আমেরিকার (Copa America 2024) ফাইনালে তুলেছেন লিওনেল মেসি (Argentina vs Canada)। মঙ্গলবার নিউ জার্সিতে ভরা গ্যালারির সামনে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে মেসির দল। কোপা আমেরিকায় মেসি তাঁর ১৪তম গোল করে পেরুর পাওলো গেরেরো ও চিলির এদুয়ার্দো ভার্গাসের সঙ্গে একাসনে চলে এসেছেন।
তিন গোল দিয়ে জয়ের পথে Mohammedan SC
সর্বকালের আন্তর্জাতিক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লিওনেল মেসিও। ১০৯তম গোল করে ইরানের আলি দাইয়িকে ছাড়িয়ে গেলেন প্রাক্তন বার্সেলোনা তারকা। আন্তর্জাতিক ফুটবলে ১৩০ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে এখন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। আর্জেন্টিনার হয়ে শেষ ২৫ ম্যাচে ২৮ গোল করেছেন মেসি। মেসি ও জুলিয়ান আলাভারেজের গোলে কানাডার বিপক্ষে সেমিফাইনালে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
সপ্তমবারের মতো ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠল। ‘এই দল যা করেছে, আর্জেন্টিনা জাতীয় দল যা করছে তা অবিশাস্য,’ আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর মেসি বলেছেন। ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপের শিরোপা জয় করার আগে ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছিল মেসির দল। অনুরূপভাবে ২০০৮ ও ২০১২ সালে ইউরো জেতার পাশাপাশি ২০১০ সালে ফিফা বিশ্বকাপ জিতেছিল স্পেন।
ARGENTINA AVANZA A LA FINAL 🔥 pic.twitter.com/RuSqm1avdN
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 10, 2024
Mohun Bagan থেকে বাদ ফেরান্দোর ‘প্রিয় ছাত্র’?
কানাডার বিরুদ্ধে আর্জেন্টিনা ২২ তম মিনিটে লিড নিয়েছিল আলভারেজের গোল থেকে। ধীরে ধীরে ম্যাচের ওপর নিয়ন্ত্রণ পায় আর্জেন্টিনা। ৪৪ মিনিটে মেসির সামনে সুযোগ ছিল লিড বাড়ানোর। হাফটাইমের ঠিক আগে কানাডার সামনে এসে গিয়েছিল সমতায় ফেরার মতো সুযোগ।সে যাত্রায় আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৫১ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোল ও ফাইনালের টিকিট নিশ্চিত করেন লিওনেল মেসি।