জয়ের সরণীতে ফিরল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। মঙ্গলবার আর্মি রেড-এর বিরুদ্ধে ৩-১ গোলে জয় লাভ করল সাদা কালো ব্রিগেড। জোড়া গোল করলেন ইসরাফিল দেওয়ান।
Mohun Bagan থেকে বাদ ফেরান্দোর ‘প্রিয় ছাত্র’?
কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ ফের জয়ের পথে ফিরেছে ব্ল্যাক প্যান্থার্স। নিজেদের ঘরের মাঠে দাপটের সঙ্গেই জয় তুলে নিয়েছে দল। গত ম্যাচে কালীঘাট এমএস-এর বিরুদ্ধে পরাজিত হয়ে প্রবল সমালোচনা মুখে পড়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ফুটবলারদের সমালোচনা করেছিলেন কোচ। কোচের ওপর-ও বেড়েছিল চাপ। কোচের সঙ্গে বৈঠকে বসেছিলেন কর্তারা।
তবে বিতর্ক এগোল না বেশি দূর। তার আগেই এল বড় ব্যবধানে জয়, সেই সঙ্গে পুরো পয়েন্ট। আর্মি রেডের বিরুদ্ধে বিরতির আগে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মহামেডান। দু’টি গোলই করেছেন ইসরাফিল দেওয়ান। বিরতির পর মহামেডান স্পোর্টিং ক্লাবের তৃতীয় গোল। দলে তরফে টন নম্বর গোলটি করেন অ্যাডিসন সিং। তিন গোলে পিছিয়ে পড়ার পরে একটি গোল শোধ করে আর্মি রেড। পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে সান্ত্বনা সূচক গোল করেন প্রদীপ কুমার।
East Bengal: ISL জিততে না পারলেও রেকর্ড বুকে ইস্টবেঙ্গলের একটি ম্যাচ
An accurate assist by the captain and Adison finishes with finesse to make it 3-0. 🔥💯#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #ISL #CFL2024 pic.twitter.com/z9U0xzACnr
— Mohammedan SC (@MohammedanSC) July 9, 2024
মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক শুভজিৎ বলের গতিপথ আন্দাজ করে ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু আটকাতে পারেননি। যার ফলে স্কোরলাইন হয় ৩-১। এরপর আর কোনও দলই গোল মুখ খুলতে পারেনি। গতবারের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে আই লিগ চ্যাম্পিয়ন। এবারেও তাদের থেকে প্রত্যাশা রয়েছে অনেকটা। কালীঘাটের বিরুদ্ধে চাপে পড়লেও এদিনের তিন গোল ও পুরো পয়েন্ট স্বস্তি দেবে দলকে।