কলকাতা: অপেক্ষার দিন শেষ, কারণ এবার টানা ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর বাংলার আবহাওয়া (Weather Update) নিয়ে কার্যত সকলের পিলে চমকে দেওয়ার মতো পূর্বাভাস জারি করল।
আজ বুধবার ১০ জুলাই বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে জানিয়ে রাখি, আলিপুরের বুলেটিন বলছে, এদিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১১টি জেলায় তোলপাড় করা দুর্যোগ ধেয়ে আসছে। আজ উত্তরবঙ্গের মোট জেলায় অত্যাধীক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা। রেড অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তর দিনাজপুর জেলাও।
অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় -বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও বলে জানিয়ে দিয়েছে আলিপুর। বঙ্গোপসাগরে নিম্নচাপের চরিত্র বদল হচ্ছে, যে কারণে বাংলার আবহাওয়াও ক্ষণে ক্ষণে নিজের মুড বদল করছে।
১১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিন ধরেই উত্তরের একাধিক অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সার্বক্ষণিক পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অসমে সক্রিয় বর্ষা এবং ঘূর্ণাবর্তের কারণে ১১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১২ ও ১৩ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।