Brazil vs Uruguay: দশজনের উরুগুয়ের সঙ্গে এঁটে উঠতে পারল না ব্রাজিল

আর্জেন্টিনা উঠেছে সেমিফাইনালে। ব্রাজিলের কাছ থেকেও জয় আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচ পড়েছিল কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের (Brazil vs Uruguay) বিরুদ্ধে। উরুগুয়ে চলে…

Brazil vs Uruguay Copa America 2024 match report

আর্জেন্টিনা উঠেছে সেমিফাইনালে। ব্রাজিলের কাছ থেকেও জয় আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচ পড়েছিল কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের (Brazil vs Uruguay) বিরুদ্ধে। উরুগুয়ে চলে গেল সেমিফাইনালে। কোপা আমেরিকা ২০২৪ (Copa America 2024) থেকে বিদায় নিল ব্রাজিল।

Brazil vs Uruguay: উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচেও ৭-এর গেরোয় আটকে ব্রাজিল

   

চলতি কোপা আমেরিকা থেকে ছিটকে গেল ব্রাজিল। দশজনের উরুগুয়ের বিরুদ্ধে জিততে পারল না সেলেকাওরা। রেফারিং নিয়ে প্রশ্ন রয়েছে। ব্রাজিলকে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। বিতর্ক থাকুক বা না থাকুক, শেষ করা বলে ম্যাচের স্কোরলাইন। স্কোরলাইন বলছে পেনাল্টি শ্যুট আউট ব্রাজিল পরাজিত।

নির্ধারিত সময় পর্যন্ত কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। ৭৪ মিনিটে দশজনে হয়ে গিয়েছিল উরুগুয়ে। লাল কার্ড দেখেছিল দলের রাইট ব্যাক। তোলে নেওয়া হয়েছিল এক ডিফেন্ডার রোনাল্ড আরাহোকে। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, সাভিওদের মাঠে নামিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। কাজে আসেনি তাঁর পরিকল্পনা। নির্ধারিত সময় পর্যন্ত আসেনি গোল। দশজনের উরুগুয়ের বিরুদ্ধে আধ ঘন্টারও বেশি সময় পেয়েছিল ব্রাজিল।

 

Mohun Bagan: মোহনবাগানের রিজার্ভ দল থেকে নজর কাড়তে পারেন ৩ ফরোয়ার্ড

ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। ব্রাজিলের হয়ে শুরুতেই পেনাল্টি মিস করেন এদের মিলিটাও। ডগলাস লুইস-ও বল জালে জড়াতে পারেননি। উরুগুয়ের একটি পেনাল্টি সেভ করে ব্রাজিলকে লড়াইয়ে রেখেছিলেন অ্যালিসন। কিন্তু সেটা সাময়িক। ম্যানুয়েল উগারতের মারা বল লক্ষ্যে পৌঁছতেই সেমিফাইনালের টিকিট জিতে নেয় উরুগুয়ে। কোপা আমেরিকা ২০২৪ থেকে ব্রাজিলের বিদায়।