Hugo Boumous: হায়দরাবাদ এফসির রক্ষণ ভেঙে গোল করার পথ খুঁজে নেওয়ার হুঙ্কার বুমোসের

হায়দরাবাদ এফসির (Hyderabad FC) ডিফেন্ডারদের কড়া নজরদারির চোটে কার্যত বোতল বন্দী হয়ে পড়েছিলেন দলের অন্যতম ভরসার মুখ হুগো বুমোস (Hugo Boumous)।

Hugo Boumous

আইএসএলের প্রথম লেগের সেমিফাইনালে ম্যাচ অমীমাংসিত রেখেই শহরে ফিরতে হয়েছিল সবুজ-মেরুন (ATK Mohun Bagan) ফুটবলারদের। বিশেষ করে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) ডিফেন্ডারদের কড়া নজরদারির চোটে কার্যত বোতল বন্দী হয়ে পড়েছিলেন দলের অন্যতম ভরসার মুখ হুগো বুমোস (Hugo Boumous)।

আরও পড়ুন: ATK Mohun Bagan: রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের জন্য দল ঘোষণা করল মোহনবাগান

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

যা রীতিমতো ক্ষতবিক্ষত করছে এই মরোক্কোজাত ফুটবল তারকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা নিজে মুখেই স্বীকার করেছিলেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, কোনও উপায় না থাকায় দ্বিতীয়ার্ধ থেকে কীভাবে দলের পুরো পরিকল্পনার বদল ঘটানো হয়েছিল। সেইসাথে কীভাবে উঁচু উঁচু পাসের বিনিময়ে প্রতিপক্ষের রক্ষনে চাপ বাড়ানোর চেষ্টা করছিলেন তারা। তাতে অবশ্য খুব একটা ফল মেলেনি। শেষ পর্যন্ত ড্র দিয়েই নিজামের শহর ছাড়তে হয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেদের। যা কিছুতেই মেনে নিতে পারেননি হুগো বুমোস।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

তবে এবার হায়দরাবাদ প্রসঙ্গে রীতিমতো হুঙ্কার ছাড়তে দেখা গেল তাকে, হায়দরাবাদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার কথা অতি অবলীলায় বলে দিলেন এই ফুটবল তারকা। তিনি আরও বলেন, হায়দরাবাদের ফুটবলাররা আমাকে আটকাতে ব্যস্ত থাকলেও দলের বাকিরা ফাঁকা জায়গা পেয়ে যাবে। সেক্ষেত্রে সুযোগের সঠিক ব্যবহার করা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে ওদের দলের রক্ষন ভেঙে গোলের মুখ খোলা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: Juan Ferrando: হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করার কারণ সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহনবাগান কোচ

এই প্রসঙ্গে দলের আরেক ভরসাযোগ্য তারকা দিমিত্রি জানান, ওরা খুব শক্তিশালী দল। সেইসাথে গতবারের চ্যাম্পিয়ন ও বটে। তবে আগের ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু কোনওটাই কাজে লাগাতে পারিনি। তবে আশা রাখি, এই লেগে কিছুটা অন্যরকম ফলাফল হবে। তবে এবারের লড়াই আগের বারের থেকে অনেকটাই কঠিন। তবে নিজেদের ঘরের মাঠে খেলা থাকায়, সমর্থকদের সমর্থনে আশাকরি দলকে ফাইনালে নিয়ে যেতে পারব। এই নিয়েই গত শনিবার থেকে নিজেদের বিশেষ অনুশীলন শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। বিশেষ করে অনুশীলনের প্রথম আধঘণ্টা বাড়তি নজর দিচ্ছেন ফেরেন্দো। তবে কি সেখানেই লুকিয়ে আছে নতুন পরিকল্পনা? সেটাই মনে করছেন অনেকে। তবে শেষ পর্যন্ত কারা ফাইনালে যায় এখন সেদিকে ই নজর সকলের।