ISL: ডার্বির আগে এটিকে মোহনবাগান শিবির থেকে বড় আপডেট

আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচে বল গড়াতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। তার আগে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো সিদ্ধান্ত নিয়েছেন…

ATK Mohun Bagan tactics again city AFC Cup

আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচে বল গড়াতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। তার আগে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো সিদ্ধান্ত নিয়েছেন টিম ক্লোজড ডোর প্র‍্যাকট্রিস করবে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ২৯ অক্টোবর হাইপ্রেসার গেম খেলতে নামবে প্রীতম কোটালরা।জানা গিয়েছে, ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর অর্থাৎ চারদিন ATK মোহনবাগান টিম ক্লোজড ডোর প্র‍্যাকট্রিস সেশনে ঘাম ঝড়াবে।

অন্যদিকে, ইতিমধ্যে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেট থেকে সবুজ মেরুন ভক্তরা ডার্বি ম্যাচের টিকিট পাবে।একইভাবে লাল হলুদ সমর্থকরা যুবভারতীর ১ নম্বর গেট থেকে টিকিট পাবে। প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৪ টে করে টিকিট কিনতে পারবে ডার্বি ম্যাচ দেখার জন্য।২৫-২৮ অক্টোবর এই টিকিট দেওয়া হবে, বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

প্রসঙ্গত,ডার্বি ম্যাচের আগে বড় ব্যবধানে জয় প্রতীম কোটাল, কিয়ান নাসিরি,হুগো বউমাসদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি।নর্থইস্ট ইউনাইটেড এফসিকে তাদেরই ঘরের মাঠ গুয়াহাটিতে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে, যা নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডকে ডার্বি ম্যাচের আগে বাড়তি অক্সিজেন জোগাবে।