Sourav Ganguly: ডার্বির আগে মোহনবাগান তাঁবুতে হঠাৎ মহারাজ

মঙ্গলবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আসবেন মোহনবাগান ক্লাবে সেটা আগেই জানিয়ে দিয়েছিল সবুজ মেরুন ক্লাব। কিন্তু কেন অথবা কি কারনে সেটা জানানো হয়নি। অনেক…

Sourav Ganguly

মঙ্গলবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আসবেন মোহনবাগান ক্লাবে সেটা আগেই জানিয়ে দিয়েছিল সবুজ মেরুন ক্লাব। কিন্তু কেন অথবা কি কারনে সেটা জানানো হয়নি। অনেক মোহনবাগান সমর্থক মনে করেছিলেন দীপাবলীর আগে হয়তো সারপ্রাইজ দিতে চলেছে সবুজ মেরুন। তাহলে কি উঠে যেতে চলেছে এটিকে নাম?

এমনটাও বলাবলি শুরু হয়েছিল। সৌরভ এলেন নিজের লাল মার্সিদিজ করে। ক্লাবে ঢুকলেন। সচিব দেবাশীষ দত্তের ঘরে কিছুটা সময় কাটালেন। ঘুগনি খেলেন। তারপর সাংবাদিক বৈঠক করলেন দেবাশীষ এবং স্বপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেখানে সৌরভ জানালেন ডার্বির আগে তিনি মোহনবাগানের অনুশীলন দেখতে এসেছেন।

   

বিকেল পাঁচটা থেকে অনুশীলন ছিল মোহনবাগান মাঠে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বুঝে নিতে চেষ্টা করলেন হুয়ান ফেরান্ডোর দলকে। পরে জানালেন, যখন শুধু এটিকে ছিল তখন থেকে আমি জড়িয়ে আছি। এটিকে মোহনবাগান হওয়ার পরেও আছি। ভবিষ্যতেও থাকব। এই ক্লাবের সঙ্গে বহু পুরনো স্মৃতি রোমন্থন করলেন মহারাজ।

এটিকে মোহনবাগান বোর্ডে আবার ডিরেক্টর হিসেবে ফিরতে পারে। ক্লাবের নতুন তাঁবু উদ্বোধন হওয়ার পর একবার দেখতে বলেছিলাম। তখন সময় পায়নি। তাই এখন এসে দেখে গেল। পাশাপাশি দলকে মোটিভেট করে গেল। সৌরভ মোহনবাগান পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ।