Kolkata Derby: ম্যাচ শেষে বাস ও মেট্রো পরিষেবার জন্য বিশেষ চিঠি ইস্টবেঙ্গল এফসি

হাতে মাত্র আর তিনটে দিন। তারপরেই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)। গত মাস থেকেই আইএসএলের এই দ্বিতীয় লেগের হাই ভোল্টেজ ম্যাচের দিকে নজর ছিল…

Kolkata Derby

হাতে মাত্র আর তিনটে দিন। তারপরেই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)। গত মাস থেকেই আইএসএলের এই দ্বিতীয় লেগের হাই ভোল্টেজ ম্যাচের দিকে নজর ছিল বাংলার ফুটবলপ্রেমী মানুষদের। তবে সেদিন শহরের বুকে একটি রাজনৈতিক সমাবেশ থাকায় একটা সময় প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল এই মোহন-ইস্টের এই ম্যাচ।

শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার রাত ৮টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হতে চলেছে এই ফুটবল ম্যাচ। সেইমতো আজ বিকেলেই প্রকাশিত হয়েছে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের ও মোহনবাগান সুপারজায়ান্টসের ম্যাচের টিকিট। যেখানে দুই দলের সমর্থকদের ম্যাচের টিকিট মূল্য নিয়ে দেখা গিয়েছে ব্যাপক তারতম্য। এসবের মাঝেই পরিবহণ মন্ত্রকের কাছে বিশেষ চিঠি পাঠাল লাল-হলুদের কর্তারা।

পূর্বে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ম্যাচগুলি মূলত সন্ধ্য্যা ৭টা বেজে ৩০ মিনিটের মাথায় শুরু হলেও সেদিন অনিবার্য কারণে তা কিছুটা পিছোতে হয়। যারফলে, ম্যাচ শেষে বাড়ি ফিরতে যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে দুই প্রধানের সমর্থকদের। সেজন্য সবদিক বিচার বিবেচনা করেই এবারের এই ডার্বি ম্যাচের দিন অধিক পরিমাণে পরিবহন পরিষেবা প্রদানের জন্য বিশেষ চিঠি প্রেরণ করা হয় রাজ্যের পরিবহন দফতর ও মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে। যেখানে প্রায় রাত এগারোটার ও বেশি সময় পর্যন্ত বিভিন্ন রুটের বাস ও মেট্রো পরিষেবা প্রদানের আর্জি জানানো হয়।

যেখানে মূলত ধর্মতলা থেকে শুরু করে বারাসত, বেহালা,উল্টোডাঙা, গড়িয়া সহ হাওড়া ও শিয়ালদহ রুটের জন্য অধিক বাস পরিষেবা প্রদানের উল্লেখ করা হয়। তবে এবারের এই ডার্বি ম্যাচে দুই প্রধানের টিকিটের মূল্যের যে তারতম্য তার যথেষ্ট প্রভাব ফেলেছে সকলের মধ্যে।