TMC: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অসমের বাঙালি অধ্যুষিত এলাকায় তৃণমূল নামছে ভোটে

ত্রিপুরায় গোহারা হেরে এবার অসমে নজর তৃণমূলের। পশ্চিমবঙ্গের শাসক দলটি অসমের বাংলাভাষী প্রধান লোকসভা কেন্দ্রগুলিকে টার্গেট করল। বিজেপি শাসিত অসমে একলাই লড়াই করবে (TMC) তৃণমূল…

CM Mamata Banerjee

ত্রিপুরায় গোহারা হেরে এবার অসমে নজর তৃণমূলের। পশ্চিমবঙ্গের শাসক দলটি অসমের বাংলাভাষী প্রধান লোকসভা কেন্দ্রগুলিকে টার্গেট করল। বিজেপি শাসিত অসমে একলাই লড়াই করবে (TMC) তৃণমূল কংগ্রেস। এমনই জানিয়ে দিলেন দলটির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি অসমের ”শিলচরের দিদি” বলে চর্চিত। তাঁর নেতৃত্বে ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনে একলা নেমে জামানত খুইয়েছে তৃণমূল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের টানা তিনবারের শাসকদল তৃণমূল কংগ্রেস জাতীয় দলের মর্যাদা হারিয়েছে। আর বাংলায় আসনসংখ্যার নিরিখে শূন্য হলেও CPIM সর্বভারতীয় দলের মর্যাদাভুক্ত। বিশ্লেষণে উঠে আসছে এবার লোকসভা ভোট সামনে রেখে বিভিন্ন রাজ্যে প্রার্থী দিয়ে ভোট প্রাপ্তির শতাংশ বৃদ্ধি করে ফের জাতীয় দলের তালিকাভুক্ত হতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল।

অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, রাজ্যের চারটি আসনে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলীয়।  সাংসদ সুস্মিতা দেব বলেছেন কংগ্রেসের সাথে কোনও আসন ভাগাভাগি হবে না। দীর্ঘ কংগ্রেসি রাজনৈতিক জীবন ছেড়ে শিলচরের প্রাক্তন সাংসদ তৃণমূলে সামিল হন। তাঁর পিতা প্রয়াত সন্তোষ মোহন দেব ছিলেন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেসের শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী।

সুস্মিতা দেব জানান, কংগ্রেসের সঙ্গে সমঝোতা নয় অসমে একলাই লড়বে তৃণমূল। তবে ভোট পরবর্তী ইন্ডিয়া জোট সরকার গঠিত হলে তখন জোটে যোগ দেবে তৃণমূল। দলটির সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন নির্বাচনে একলাই লড়বে তৃণমূল। রাজ্য তৃণমূল সূত্রে খবর, বহু চর্চিত লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচারে জোর দেওয়া হবে।

অসমে 14টি লোকসভা আসন। বর্তমানে 9টি বিজেপির নিয়ন্ত্রণে, 3টি কংগ্রেসের দখলে এবং 1টি এআইইউডিএফ এবং একটি নির্দলের। সুস্মিতা দেব বলেন, আমি অনুরোধ করছি যে আসামের জনগণ টিএমসিকে ভোট দিন। আর ক্ষমতায়ন বিজেপি এ রাজ্যে ১৪টি লোকসভা আসনের মধ্যে ১২টি জিততে মরিয়া। অসম প্রদেশ কংগ্রেস রাজ্যে বিরোধী দল। তারাই মূল প্রতিপক্ষ বলে নিজেদের দাবি করে বলে বিজেপির ভরাডুবি হবে।