ISL: অনিশ্চিত প্লে-অফ, গোয়ার কাছে পরাজিত ইস্টবেঙ্গল

আইএসএলে (ISL) ফের পরাজয়। যার ফলে এবারের এই ফুটবল মরশুমের প্রথম ছয়ের লড়াইয়ে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।  নির্ধারিত সূচি…

East Bengal Suffers Defeat to FC Goa

আইএসএলে (ISL) ফের পরাজয়। যার ফলে এবারের এই ফুটবল মরশুমের প্রথম ছয়ের লড়াইয়ে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।  নির্ধারিত সূচি অনুসারে আজ অ্যাওয়ে ম্যাচে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।

০-১ গোলের ব্যবধানে এই ম্যাচেও পরাজিত হতে হলো এবার। এফসি গোয়ার জার্সিতে একটি মাত্র গোল করেন মরোক্কান তারকা নোয়া সাদাউ। এই জয়ের দরুন টুর্নামেন্টের প্রথম চারে নিজেদেরকে আরও প্রশস্ত করল গোয়া শিবির। অন্যদিকে, চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই দূরে চলে গেল মশাল ব্রিগেড।

বলা বাহুল্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সাবধানী থাকতে দেখা গিয়েছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। অন্যদিকে, আইএসএলের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে পৌঁছতে হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়াই অন্যতম লক্ষ্য ছিল জয় গুপ্তাদের। তাই সুযোগ বুঝেই মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণ শানাতে শুরু করেছিল বরিসরা। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়েছিল তাদের।

অন্যদিকে, লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করলেও ফিনিশ করতে সমর্থ থাকেননি। এসবের মাঝেই প্রথমার্ধের শেষের দিকে গোল করে দলকে এগিয়ে দেন সাদাউ। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে থাকে মার্কেজের ছেলেরা।

কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করার জন্য লাল-হলুদ ফুটবলাররা মরিয়া হয়ে উঠলেও কাজের কাজ আদতে কিছুই হয়নি। বরং গত ওডিশা ম্যাচের পর আবারও অ্যাওয়ে ম্যাচে তাদের পরাজিত হতে হল এফসি গোয়ার কাছে। দলের নয়া ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচের দিকে সকলের নজর থাকলেও আজ তার ভুলেই গোল হজম করতে হল দলকে। যারফলে, ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নিজেদের পুরোনো ছন্দেই আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকল ইস্টবেঙ্গল।