BJP: ত্রিপুরার রাজামশাইকে ‘গিলে নিল’ বিজেপি, মূল প্রতিপক্ষ বামফ্রন্ট

এ যেন একেবারে কুমিরের মতো গিলে নেওয়া। বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় ক্ষমতাসীন BJP সরকারে মিশে গেল প্রধান বিরোধী দল তিপ্রা মথা। দলটির সুপ্রিমো তথা রাজা…

tripura

এ যেন একেবারে কুমিরের মতো গিলে নেওয়া। বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় ক্ষমতাসীন BJP সরকারে মিশে গেল প্রধান বিরোধী দল তিপ্রা মথা। দলটির সুপ্রিমো তথা রাজা প্রদ্যোত দেববর্মণ অবশেষে  বিজেপি সরকারে সামিল হতে রাজি হলেন। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে স্থির হয়েছে সরকারে সামিল হবে বিরোধী দল।  আগরতলায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, বিরোধী দল তিপ্রা মথা লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দেবে।

বিশেষ সূত্র থেকে Kolkata 24×7 জানাচ্ছে, ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা উপমুখ্যমন্ত্রীর পদ পাবেন। মন্ত্রী হচ্ছেন তিপ্রা মথার আরও এক বিধায়ক  বৃষকেতু দেববর্মা।  এমন রাজনৈতিক ম্যাজিক ত্রিপুরা কেন দেশের অন্য কোনও রাজ্যে হয়েছে কিনা তার নথি খুঁজতে গিয়ে ঘাম ছুটছে বিশ্লেষকদের।

আগরতলার রাজনীতিতে প্রবল আলোড়নের বিষয় রাজ্যের বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী পদটি পেতে চলেছেন বিরোধী দলনেতা। রাজামশাইকে গিলে নিয়েছে বিজেপি।

বিরোধী দল আনুষ্ঠানিকভাবে সরকারে সামিল হলেই লোকসভা নির্বাচনের আগেই ত্রিপুরায় বাম শিবির তথা সিপিআইএম হয়ে যাবে প্রধান বিরোধী দল। ত্রিপুরায় গত বিধানসভা ভোটে তিপ্রা মথা নজির গড়ে প্রধান বিরোধী দল হয়। আর মূল বিরোধী আসন থেকে নেমে যায় সিপিআইএম। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে গত ২০১৮ সাল থেকে পরপর দুবার বিজেপির সরকার ধরে রেখেছে। তার আগে টানা ২৫ বছর ছিল বামফ্রন্ট শাসন।

CPIM vs BJP in Tripura

একনজরে ত্রিপুরা বিধানসভা
মোট আসন ৬০
বিজেপি ৩২
তিপ্রা মথা ১৩
সিপিআইএম ১০
কংগ্রেস ৩
আইপিএফটি ১
১টি আসন ফাঁকা

লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ত্রিপুরার সরকারে থাকা বিজেপি ও বিরোধী দল তিপ্রা মথার মধ্যে চমককদার রাজনৈতিক সমঝোতা হয়েছে বলে বিশ্নেষণে উঠে আসছে। কারণ, এ রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে পার্বত্য এলাকার পূর্ব ত্রিপুরা কেন্দ্রটিতে বিজেপির পক্ষে একা জেতার সম্ভাবনা নেই। এটি উপজাতি এলাকা। এখানে তিপ্রা মথার সমর্থনে বিজেপি জিততে মরিয়া। এর বদলে মথাকে মন্ত্রিসভায় আনার বার্তা দেয় বিজেপি। মথা প্রধান রাজা প্রদ্যোতকে রাজি করান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

পূর্ব ত্রিপুরায় মূল লড়াই হতে চলেছে বিজেপি ও সিপিআইএমের মধ্যে। আর পশ্চিম ত্রিপুরা কেন্দ্র উপজাতি এলাকার নয়। এখানে কংগ্রেস ও সিপিআইএমের জোট বনাম বিজেপির লড়াই হবে। ফলে এই কেন্দ্রটি নিয়ে চিন্তিত বিজেপি।

তিপ্রা মথা সরকারে সামিল হলে বিরোধী দলনেতা হিসেবে সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী চলে আসবেন। তিনি ত্রিপুরা রাজ্য সিপিআইএম সম্পাদক।  ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তিনি পরপর দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এ রাজ্যে টানা কুড়ি বছর মুখ্যমন্ত্রী ছিলেন সিপিআইএমে মানিক সরকার।