Book Fair: সবুজ আবীর মেখে বসন্ত উৎসব ও বইমেলা উদ্বোধনে শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কলকাতা: বসন্ত জাগ্রত দ্বারে। তাই বইমেলার রেশ কাটতে না কাটতেই আবার বইমেলা। বুধবার কলেজ স্ট্রিটের গোলদিঘি বা কলেজ স্কোয়ারে শুরু হল বসন্ত উৎসব ও বইমেলা…

Shishendu Mukhopadhyay Graces Inauguration of Spring Festival and Book Fair

কলকাতা: বসন্ত জাগ্রত দ্বারে। তাই বইমেলার রেশ কাটতে না কাটতেই আবার বইমেলা। বুধবার কলেজ স্ট্রিটের গোলদিঘি বা কলেজ স্কোয়ারে শুরু হল বসন্ত উৎসব ও বইমেলা (Spring Festival and Book Fair)। আয়োজনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বিকেল ৫টায় সবুজ আবীর মেখে বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত। প্রেমের ঋতু বসন্তে এমন বইমেলার খবরে অত্যন্ত খুশি বইপ্রেমীরা।

বেশ কয়েক বছর ধরেই এই বইমেলার আয়োজন হয়ে থাকে। মেলার মূল মঞ্চে প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।নানা ছোড় বড় প্রকাশক অংশ নিচ্ছেন কলেজ স্কোয়ারের বইমেলায়। কলকাতা পৌরসভার ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্তর সহযোগিতার কথা স্বীকার করেছনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

প্রতিদিন বেলা ২তো থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে বলেই জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সম্পাদক সুধাংশু শেখর দে। কলকাতা কর্পোরেশনের চেয়ার পার্সন মালা রায় উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, পাশাপাশি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, মেয়র পারিষদ দেবাশিস কুমার, ডেপুটি মেয়র অতীন ঘোষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে শিল্প সাহিত্যে মহলের অনেকেই উপস্থিত ছলেন– সাহিত্যিক অমর মিত্র, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায় প্রমুখ। মাসের শুরুতে এই বইমেলার আয়োজন হওয়ায় ভালোই বিক্রি হবে বলে মনে করছেন উদ্যোক্তারা, প্রকাশকরাও আশাবাদী।