অবশেষে মুখ খুলে মণিপুরে নগ্ন মহিলাদের ঘোরানোয় কড়া প্রতিক্রিয়া মোদীর

মণিপুরের ঘটনায় (Manipur Violence) শিহরিত গোটা দেশ। ইতিমধ্যেই স্বতঃপ্রণদিত মামলা রুজু হয়েছে। ঘটনার দু-মাস পর গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। এবার মণিপুর-কাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী…

মণিপুরের ঘটনায় (Manipur Violence) শিহরিত গোটা দেশ। ইতিমধ্যেই স্বতঃপ্রণদিত মামলা রুজু হয়েছে। ঘটনার দু-মাস পর গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। এবার মণিপুর-কাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবার (২০ জুলাই) বাদল অধিবেশন (Monsoon session of Parliament) শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী। ঘটনার নিন্দা এবং শোকপ্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, ‘মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে মণিপুরের ঘটনায় সারা দেশ লজ্জিত। তিনি বলেন যে মণিপুরের মেয়েদের সঙ্গে যা হচ্ছে তা কখনও ক্ষমা করা হবে না! এরপর তিনি কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দেন। 

জাতিগত সংঘর্ষে (Manipur Violence) ফের অশান্ত মণিপুর। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি গত কয়েকমাস ধরে রক্তাক্ত। এবার বিজেপি শাসিত এই রাজ্য থেকে এলো ভয়াবহ আরও এক ছবি। উপজাতি মহিলাদের প্রকাশ্যে নগ্ন করে ঘোরানো হচ্ছে।

এমন একটি ভিডিও প্রকাশের পর মণিপুরের পাহাড়ি এলাকায় উত্তেজনা বেড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) তাদের দুর্দশার কথা তুলে ধরতে ঘোষিত একটি পরিকল্পিত প্রতিবাদ মিছিল করে। তখনই ভিডিওটি ছড়িয়ে পড়েছিল।

ITLF-এর একজন মুখপাত্রের মতে, “ঘৃণ্য দৃশ্। ৪ মে কাংপোকপি জেলায় ক্রমাগত অসহায় মহিলাদের শ্লীলতাহানি করছে। এই নিরপরাধ মহিলারা যে ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার শিকার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করায় আরও ঘৃণ্য মানসিকতার পরিচয় দেয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মণিপুর ৩ মে থেকে ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং পাহাড় দখলকারী কুকিদের মধ্যে জাতিগত সংঘর্ষে রক্তাক্ত। ১৬০ জনের বেশি মানুষ নিহত।

মণিপুরের এই দুই মহিলাকে রাস্তায় নগ্ন করে হাঁটানো হয়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। এর জেরে নতুন করে পরিস্থিতি গরম। ব্যাপক নিন্দা ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। দুই মহিলাকে একটি মাঠে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে একটি আদিবাসী সংগঠন।

আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (ITLF) এর একটি বিবৃতি অনুসারে, ঘটনাটি গত ৪ মে রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় ঘটেছিল৷ সমতলে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং পাহাড়ে সংখ্যাগরিষ্ঠ কুকি উপজাতির মধ্যে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার দাবি নিয়ে সংঘর্ষের সময় এমন ঘটে।