Madhya Pradesh: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভিভিআইপি নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর জুতো চুরি

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে জুতো চুরির এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ প্রভুরাম চৌধুরীর (Health Minister Prabhuram Chowdhary) জুতো চুরি করেছে এক ব্যক্তি

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে জুতো চুরির এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ প্রভুরাম চৌধুরীর (Health Minister Prabhuram Chowdhary) জুতো চুরি করেছে এক ব্যক্তি।

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে জুতো চুরির এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ প্রভুরাম চৌধুরীর (Health Minister Prabhuram Chowdhary) জুতো চুরি করেছে এক ব্যক্তি। কর্মকর্তারা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাদের হাত-পা ফুলে ওঠে। এরপর কর্মকর্তাদের একটি দল মন্ত্রীর জুতো খুঁজতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। তন্ন তন্ন করেও হদিশ মেলেনি চুরি যাওয়া জুতো৷ কিন্তু, জুতো চুরির এই ঘটনা গোয়ালিয়রে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জানা গিয়েছে, মন্ত্রীর কর্মচারীসহ এক ডজনেরও বেশি পুলিশ সদস্য মন্ত্রীর জুতো খুঁজতে ব্যস্ত ছিলেন। জুতো খুঁজতে মন্ত্রী নিজেই আধা ঘণ্টারও বেশি সময় ঘুরেছেন। কিন্তু সাফল্য না আসায় মন্ত্রী জুতো ছাড়াই অনুষ্ঠান ত্যাগ করতে থাকেন৷ এসময় মন্ত্রীর এক সমর্থক জুতোর ব্যবস্থা করেন। তারপর প্রভুরাম চৌধুরী কোথাও গিয়ে চলে গেলেন।

মন্ত্রী প্রভু রাম চৌধুরী প্রয়াত মাধবরাও সিন্ধিয়ার জন্মবার্ষিকীতে ছত্রী ক্যাম্পাসে প্রয়াত মাধবরাও সিন্ধিয়া ভজন সান্ধ্য প্রোগ্রামে অংশ নিতে গিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। এমতাবস্থায় যখন তিনি তার সাথে দেখা করতে উঠেন, তখন তিনি জানতে পারেন তার জুতো উধাও হয়ে গেছে। তিনি তার নিরাপত্তা কর্মীদের জুতোর খোঁজ করতে বলেন। সঙ্গে সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরও সতর্ক করা হয় এবং মন্ত্রীর জুতো তল্লাশি শুরু হয়।

জুতো চুরির ঘটনায় নীরবতা পালন করেন মন্ত্রী
তবে জুতো হারিয়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী ডাঃ প্রভু রাম চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে এগিয়ে যান। মন্ত্রীর জুতো চুরির ঘটনা কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা হচ্ছিল। লোকে বলতে থাকে, এত কড়া নিরাপত্তার মধ্যে জুতো চোর কোথা থেকে ঢুকলো আর কেন শুধু মন্ত্রীর জুতো চুরি করল। গোয়ালিয়রে যখন মন্ত্রীর নিরাপত্তায় ব্যত্যয় ঘটতে পারে, তখন সাধারণ মানুষের কী অবস্থা হবে, তা এই খবর থেকেই অনুমান করা যায়।