ATK Mohun Bagan: সরু সুতোয় ঝুলছে হুয়ান ফেরান্দোর কোচিং ভাগ্য

চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে জিততে না পারার জেরে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দলের হেডকোচ হুয়ান…

Coach Fernando of ATK Mohun Bagan on the sidelines

চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে জিততে না পারার জেরে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দলের হেডকোচ হুয়ান ফেরান্দোর ফুটবল বোধ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে আসে।

হুয়ান ফেরান্দো নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের প্রেক্ষিতে যা জানিয়েছেন ইতিমধ্যে তার মোদ্দা কথা হল ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’। কিন্তু স্প্যানিশ কোচের সমালোচকরা ফেরান্দোর এমন বক্তব্যে মোটেও সন্তুষ্ট নয়। সবুজ মেরুন হেডকোচ পদ থেকে হুয়ান ফেরান্দোকে সরানোর দাবিতে সরব।

   

এই ইস্যুতে মঙ্গলবার বোর্ড মিটিং’এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত,কোচ সরানোর ইস্যু গুজব।দ্বিতীয়ত ATK মোহনবাগান প্রধান কোচ হুয়ান ফেরেন্ডোর ওপর আস্থা রেখেছে।  প্রসঙ্গত,গত ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিয়েছিলেন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস।

গত আইএসএলে ATK মোহনবাগান প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-২ গোলের বড় জয় দিয়ে অভিযান শুরু করে। এরপর হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ ২৩ মিনিটেই সবুজ মেরুন রঙে ভরে ওঠে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে, ৩-০ গোলে। এরপর, মুম্বই সিটি এফসি’র কাছে মুখ থুবড়ে পড়ে ৫-১ গোল হজম সবুজ-মেরুন শিবিরের, হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জয়ের আফটার এফেক্ট।

জামশেদপুর এফসি ২-১ গোলে হারিয়ে দেয় আন্তোনিও লোপেজ হাবাসের টিমকে।এই হার আইএসএলের লিগ টেবিলে সবুজ মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা, লিগ টেবিলে ৪ নম্বর পজিশন হারায়। নিজেদের পঞ্চম ম্যাচে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করে এটিকে মোহনবাগান।

৬ ম্যাচে প্রথম দুই ম্যাচে জয় গত আইএসএলে ATK মোহনবাগানের, দু ম্যাচ ড্র, হারের মুখ ২ ম্যাচে,লিগ টেবিলে ছ’নম্বরে। হতাশ হয়ে পড়ে সবুজ মেরুন সমর্থকরাও। তাই এমন পারফরম্যান্সের প্রেক্ষিতে আন্তোনিও লোপেজ হাবাসের ATK মোহনবাগান হেডকোচ পদ থেকে ইস্তফা দেওয়া।

ঘটনা পরম্পরা এবারেও আন্তোনিও লোপেজ হাবাসের কোচিং সময়ের হুয়ান ফেরান্দোর সামনে। ২০২২-২৩ সেশনের ইন্ডিয়ান সুপার লীগের প্রস্তুতি চলছে সব দলের। টুর্নামেন্টে বল গড়ায় নি এখনও।অথচ এরই মধ্যে ATK মোহনবাগানে কোচ বদলের হাওয়া বইছে। ISL টুর্নামেন্ট শুরু হলে সবুজ মেরুন ব্রিগেড আশানুরূপ ফল করতে না পারে অর্থাৎ এককথায় জয়ের মুখ দেখতে না পারলে হেডকোচ পদ থেকে হুয়ান ফেরান্দোকে কাঁচি করতে এক সেকেন্ড সময় নেবে না ATK মোহনবাগান ম্যানেজমেন্ট এমনটা বিলক্ষণ বোঝেন পোড়খাওয়া স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। এই কারণেই হুয়ান ফেরান্দোর কোচিং ভাগ্য এখন সরু সুতোয় ঝুলছে।