Juan Ferrando: হেরে সাফাই গাইলেন হুয়ান ফেরান্দো

গত বুধবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে কুয়ালালামপুর সিটি এফসির কাছে ৩-১ গোলে হারের ক্ষত এখনও দগদগে ATK মোহনবাগান শিবির জুড়ে। কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে…

Juan Ferrando

গত বুধবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে কুয়ালালামপুর সিটি এফসির কাছে ৩-১ গোলে হারের ক্ষত এখনও দগদগে ATK মোহনবাগান শিবির জুড়ে। কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে বাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) প্রথম একাদশ নির্বাচন ঘিরে ফুটবল মহলে কাটাছেড়া অব্যাহত।

সবুজ মেরুন সমর্থককূল থেকে শুরু করে দেশের ফুটবল মহল ফেরান্দোর ফুটবল বোধ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস এবং মিডফ্লিডার হুগো বৌমোসকে স্কোয়াডে না রেখে সমালোচনার তীর এখন হুয়ান ফেরান্দোর দিকে।

এমন অবস্থায় নিজের ফুটবল স্ট্র‍্যাটেজি নিয়ে মুখ খুলেছেন ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো। ফেরান্দোর কথায়, “তিনি ফিট(দিমিত্রি) কিন্তু নিয়ম অনুসারে আমরা কেবল তিনজন বিদেশীকে বেছে নিতে পারি। আমাদের এমন একজন খেলোয়াড়কে নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে লাইনআপে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি একটি টেকনিক্যাল সিদ্ধান্ত।”

প্রসঙ্গত, চারদিন অনুশীলন করে দিমিত্রি পেত্রাতোস।এই চারদিনে দিমিত্রিকে আহামরি মনে হয়নি বাগান কোচের। আর এই কারণেই কুয়ালালামপুর দলের বিরুদ্ধে প্রথম একাদশে মনবীর সিং প্রথম পচ্ছন্দ হয়ে ওঠে ফেরান্দোর।

ম্যাচে বারবার দেখা গিয়েছে কুয়ালালামপুরের বিরুদ্ধে লিস্টন আশিক দুই উইংপ্লে বল সাপ্লাই দিলেও প্রকৃত স্ট্রাইকারের অভাব ডুবিয়েছে বাগানকে।মনবীর সিং স্ট্রাইকার হিসেবে প্রথম একাদশে জায়গা পেলেও দাগ কাটতে পারেনি।ম্যাচের বয়স যত বেড়েছে বোজান হোডাচ সবুজ মেরুনের দুই উইঙ্গার লিস্টন কোলাসো আর আশিক কুরুনিয়ানের পায়ে বেড়ি পড়িয়ে দিয়েছে জোনাল মার্কিংর জালে পড়ে।ফলে বাগানের সাপ্লাই লাইন কেটে দিয়ে বাজিমাৎ করেছেন কুয়ালালামপুর সিটি এফসির ক্রোয়েশিয়ান হেডকোচ।