কেষ্টকে বীরের মতো ফিরিয়ে আনব: মমতা

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ব্লক সভাপতি ও সাংগঠনিক স্তরের নেতাদের নিয়ে বৈঠক থেকে (TMC) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, বীরের সম্মান দিয়ে কেষ্টকে…

Malaya and anubrata

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ব্লক সভাপতি ও সাংগঠনিক স্তরের নেতাদের নিয়ে বৈঠক থেকে (TMC) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, বীরের সম্মান দিয়ে কেষ্টকে আনতে হবে। গোরু পাচার তদন্তে (CBI) সিবিআই জালে মমতার প্রিয় কেষ্ট।

মমতা বলেন, কেষ্ট বেচারা ওর একটি নিজেরই শরীর খারাপ। একবার বগটুই হল। সেখানে ধাক্কা দিয়েছে। প্রতি নির্বাচনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন জেলে বন্দি করে রেখে পার্ল্টামেন্টে ওর সিট দুটো দখল করবেন। ও গুড়ে বালি।

এরপরেই বীরভূমের বিধায়কদের এবং তৃণমূল ব্লক সভাপতিদের দাঁড়াতে বলেন মমতা। কর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন। এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না। হারতে শেখেনি।

তৃণমূল নেত্রী বলেন, সিবিআই ইডির পোষ্য রয়েছে। সেই পোষ্যগুলো সব খেয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল কাল মলয় ঘটককে করবে। পরশু দিন ববিকে করবে। তার পরের দিন অরূপকে করবে। তারপরে চন্দ্রিমাকে করবে। আমি বললাম তোরা তো এটা বললি না অভিষেকের বাচ্ছার দুই বছর বয়স, সে সিবিআই থেকে ঘুরে এসেছে। বাচ্ছা মাকে ছাড়ে না। তাই মাকে নিয়ে যেতে হচ্ছে। রাজনীতি লড়াই করো আমরা রয়েছি।

তিনি বলেন, আমার পায়ের চোটটা ছবিতে যদি দেখেন তাহলে দেখবেন কিভাবে একদম সর্বনাশ করে দিয়েছিল। এখনও ভালো হয়নি পুরোটা। আমার মনে জোর অনেক বেশি বলে করতে পারি। আমার মাথাটা তো চৌচির করে দিয়েছিল মেরে। সিপিএমের হার্মাদ, বিজেপির জল্লাদ।