J&K: মিনিবাস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু সংখ্যা

41

বুধবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল জম্মু-কাশ্মীর (J&K)। এদিন পুঞ্চের (Poonch) সাওজিয়ান এলাকায় একটি মিনি বাস দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর উদ্ধার অভিযান চলছে। এখনও অবধি ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন একাধিক। তাঁদের ইতিমধ্যে উদ্ধার করে মান্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ।

এদিকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মৃতদের পরিবারের সদস্যদের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এছাড়াও আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)