Heavy Rainfall: বুধেও রাজ্যজুড়ে ভারী বৃষ্টি চলবে

এখনই বাংলার আকাশ থেকে দুর্যোগের কালো মেঘ কাটছে না। আগামী কয়েকদিন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি (Heavy Rainfall) চলবে রাজ্যজুড়ে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া…

এখনই বাংলার আকাশ থেকে দুর্যোগের কালো মেঘ কাটছে না। আগামী কয়েকদিন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি (Heavy Rainfall) চলবে রাজ্যজুড়ে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, ‘বর্তমানে নিম্নচাপ মধ্যপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। আর একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবেই বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

   

হাওয়া মোরগের পূর্বাভাস অনুযায়ী, আজও ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ার কিছু অংশে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এমনকি কমলা সতর্কতা অবধি জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।