পর্যাপ্ত ঘুমের পরেও কাটছে না ক্লান্তি! কোনও বিপদ ঘনিয়ে আসছে না তো

সারাদিনের পরিশ্রমের পরে আমাদের শরীর শারীরিক ভাবে এবং মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ে স্বাভাবিক ভাবেই, তাই দিনের শেষে পর্যাপ্ত ঘুম (Sleep) আমাদের সকলেরই প্রয়োজন ভীষণ ভাবে।

সারাদিনের পরিশ্রমের পরে আমাদের শরীর শারীরিক ভাবে এবং মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ে স্বাভাবিক ভাবেই, তাই দিনের শেষে পর্যাপ্ত ঘুম (Sleep) আমাদের সকলেরই প্রয়োজন ভীষণ ভাবে।

সারাদিনের পরিশ্রমের পরে আমাদের শরীর শারীরিক ভাবে এবং মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ে স্বাভাবিক ভাবেই, তাই দিনের শেষে পর্যাপ্ত ঘুম (Sleep) আমাদের সকলেরই প্রয়োজন ভীষণ ভাবে।

তবে সারাদিনের ক্লান্তির পরে দুচোখ ঘুমে বুজে এলেও খাটে উঠলে কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায় ঘুম। অন্যদিকে রাত বাড়ার সাথে সাথে ঘুম এলেও পরের দিন ক্লান্তি থেকেই যায়। অনেকের আবার ঘুম ভাঙাতে চায় না। কিন্তু কাজের চাপে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পড়তে হয়।ফলে সেই ক্লান্তি আরও যেনো মাথাচাড়া দিয়ে ওঠে।

আবার সারাদিন পর্যাপ্ত পরিমাণে ঘুম হলেও ক্লান্তি থেকে যায় অনেকের, আর ক্লান্তি নিয়ে কোনো কাজ করা কার্যত অসম্ভব ব্যাপার। তবে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়ার পরেও যদি আপনার শরীর থেকে ক্লান্তি দুর না হয় তাহলে সমস্যায় পড়তে পারেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর জন্য দায়ী খাদ্যাভাস।

বর্তমানে বাড়ির সাদামাটা খাবার ছেড়ে অনেকেই বাইরের খাবারের প্রতি আসক্ত হচ্ছেন। যা শরীরের পক্ষে ভালো নয়, অন্যদিকে কাজের চাপে ঠিক সময় খাওয়া হয়ে ওঠে না অনেকেরই। সেটাও সারাদিনের ক্লান্তির অন্যতম প্রধান কারণ হলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দেহের ওজন প্রয়োজনের তুলনায় বেশি বৃদ্ধি পেলেও একই সমস্যা দেখা দিতে পারে, আবার যদি সুগার বাসা বাঁধে আপনার শরীরে তাহলে সেক্ষেত্রেও একই সমস্যা দেখা দিতে পারে।