Karandighi: অভিষেকের সামনেই ভোট নিয়ে হাতাহাতি তৃণমূল কর্মীদের

করণদিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই ভোট নিয়ে হাতাহাতি তৃণমূল কর্মীদের৷ পঞ্চায়েত নির্বাচনে মানুষের জনমতকে সামনে রেখেই প্রার্থী বাছাইয়ে নেমেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Scuffle Breaks Out Among Trinamool Workers Over Votes in Front of Abhishek Bandyopadhyay in Karnadighi

করণদিঘিতে (Karandighi) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই ভোট নিয়ে হাতাহাতি তৃণমূল কর্মীদের৷ পঞ্চায়েত নির্বাচনে মানুষের জনমতকে সামনে রেখেই প্রার্থী বাছাইয়ে নেমেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোশাকি নাম তৃণমূলে নবজোয়ার। আর জেলায় জেলায় শোনা যাচ্ছে অশান্তির খবর৷ রবিবার উত্তর দিনাজপর  জেলার করণদিঘিতে ঘটল নজিরবিহীন ঘটনা৷ গোপন ব্যালটে ভোট নিয়ে অভিষেকের হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের দুই গোষ্ঠীর নেতারা।

অভিযোগ, যখন এই ঘটনা ঘটে তখন টেন্টে ছিলেন অভিষেক৷ নির্বাচন চলছিল করণদিঘিতে৷ সেখানেই দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়৷ এমনকি দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়৷ পরে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী৷ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়৷

২৫ তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। যেখানে গোপন ব্যালট ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবেন কর্মীরা৷ কিন্তু প্রথম দিন থেকেই একাধিক জায়গায় গণ্ডগোলের খবর মিলছে৷ প্রথম দিনেই কোচবিহারের গোঁসানিমারি ও সাহেবগঞ্জের পর মাথাভাঙাতেও একই পরিস্থিতি হয়ে ওঠে। সেখানেও ব্যালট বক্স ভেঙে ফেলার অভিযোগ ওঠে। যা দেখে বিরক্ত হন অভিষেক৷ পরে ফোন নম্বরের মাধ্যমেও প্রার্থী বাছাইয়ের সুচনা করেছিলেন৷ সেটাও ভেস্তে গেল৷ শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জের ছবি প্রশ্ন তুলছে শাসক দলের দিকেই৷

এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। এমনটাই শাসক দলের পক্ষ থেকে আশ্বাস দিয়েছিলেন অভিষেক৷ কিন্তু নির্বাচনের আগে দলের ভোট নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে তাতে প্রশ্ন উঠছে কতটা শান্তিপূর্ণ হবে পঞ্চায়েত ভোট? আগামী দিনে তৃণমূলের জনমত এতে কমবে না তো? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল৷