Skincare: শুধু লেবুর রস নয়, ত্বকের যত্ন নিতে সাহায্য করে লেবুর খোসাও

বর্তমানে ত্বকের সমস্যায় আমরা সকলেই জেরবার। আর বিশেষ করে এই গ্রীষ্মকালে ত্বক (Skincare) তেলতেলে হয়ে পড়ে, যার ফলে ত্বকের নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো ব্রণ এবং ফুসকুড়ির সমস্যা, তাছাড়া ত্বকের বলি রেখা নিয়ে চিন্তিত সকলেই।

Discover the Surprising Benefits of Lemon Peel for Skincare Beyond Lemon Juice

বর্তমানে ত্বকের সমস্যায় আমরা সকলেই জেরবার। আর বিশেষ করে এই গ্রীষ্মকালে ত্বক (Skincare) তেলতেলে হয়ে পড়ে, যার ফলে ত্বকের নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো ব্রণ এবং ফুসকুড়ির সমস্যা, তাছাড়া ত্বকের বলি রেখা নিয়ে চিন্তিত সকলেই।

একটা বয়সের পরে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক তার সাথে রয়েছে বাড়তি দূষণ যা আমাদের ত্বককে আরও রুক্ষ করে তোলে। ফলে স্বাভাবিক ভাবেই ত্বকের দিকে খেয়াল রাখা বিশেষ হবে জরুরি। অন্যদিকে নিজের সৌন্দর্য্য ধরে রাখতে ত্বক ভালো রাখতেই হয়। এই সমস্ত কারণে সারাদিনের হাজারো ব্যস্ততার মাঝে ত্বক নিয়ে সকলেই সচেতন।

বেশির ভাগ মানুষই বেশিরভাগ সময় সাধারণ মানুষ ত্বকের যত্ন নিতে ভরসা রাখেন পার্লারে কিংবা নামিদামি বিউটি প্রোডাক্টের ওপরে। তবে তাতে সাময়িক লাভ হলেও বিশেষ কিছু হয় না। তাই বিশেষজ্ঞরা বলছেন ত্বকের যত্ন নিতে বলি রেখা দূর করতে এবং বিভিন্ন দাগ ছোপ দূর করতে সাহায্য নেওয়া যেতে পারে লেবুর। স্বাদে টক হলেও এই জিনিসের রয়েছে একাধিক গুণ।

যেমন শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঠিক একই ভাবে হজমে বিশেষ ভূমিকা নেই লেবুর রস। একই সাথে আমাদের ত্বকের যত্ন নিতে কার্যকরী লেবুর রস থেকে শুরু করে খোসা। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে। ঠিক একই ভাবে ত্বকের যে কোনো দাগ মিটিয়ে ফেলতে পারে সহজেই।