Lemon Juice: কষ্টকাঠিন্যের সমস্যা! প্রতিদিন খালি পেটে লেবুর রস খাওয়ার অভ্যাস করুন

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, আর গ্রীষ্মকালে সেই সমস্যা আরো কয়েকগুণ বেড়ে যায়। অন্যদিকে সকালে যদি পেট পরিষ্কার না হয় তাহলে সারাদিন ঠিকভাবে কাজে মনোনিবেশ করা যায় না, একই সাথে পেট ভার হয়ে থাকে। তাছাড়া গরমের সাথে বদহজম এবং গ্যাস অম্বলের একটা প্রবণতা রয়েছে।

Kalna Farmers Reap Profits Through Lemon Cultivation

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, আর গ্রীষ্মকালে সেই সমস্যা আরো কয়েকগুণ বেড়ে যায়। অন্যদিকে সকালে যদি পেট পরিষ্কার না হয় তাহলে সারাদিন ঠিকভাবে কাজে মনোনিবেশ করা যায় না, একই সাথে পেট ভার হয়ে থাকে। তাছাড়া গরমের সাথে বদহজম এবং গ্যাস অম্বলের একটা প্রবণতা রয়েছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, পেট পরিষ্কার না হলে এই ধরনের প্রবণতা আরো বাড়তে থাকে ফলে শারীরিক অসুস্থ আরো কয়েকগুণ বেড়ে যায়। ঠিক সেই কারণেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের দূর হয় সেই দিকেই নজর রাখেন সাধারণ মানুষ। তবে অনেক সময় ওষুধ খেয়েও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি মেলে না তাই বিশেষজ্ঞরা বলছেন ওষুধ নেই বরং প্রাকৃতিক উপায়ে পেট পরিষ্কার করা সম্ভব পাশাপাশি নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া।

   

সাধারণত ফাইবার জাতীয় খাবারের অভাবে আমাদের কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দেখা দেয় তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন খাবার খেতে হবে যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যার ফলে আমাদের পরিপাকতন্ত্র সহজেই খাবারকে পরিপাক করতে পারবে। অন্যদিকে খাবার সাথে সাথে শুতে বারণ করছেন চিকিৎসকরা। কারণ ভর্তি পেটে যদি আমরা শুয়ে পড়ি তাহলে আমাদের খাবার ঠিকমতো হজম হয় না যার ফলে পেটে সমস্যা দেখা দেয়।

Advertisements

একই সাথে পশু ফলের রস খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, ধানমন্ডি রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন একসাথে রয়েছে যা আমাদের শরীরের পক্ষে উপকারী অন্যদিকে খাওয়া যেতে পারে লেবুর রস। লেবুর রস প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের পরিপাক তন্ত্রকে সতেজ রাখে এবং খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।

#DigestiveHealth #LemonJuice #HealthyHabits #NaturalRemedies #WellnessTips