weather update: কাটল মেঘ, থামল বৃষ্টি, নামবে পারদ

নিউজ ডেস্ক, কলকাতা: পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে থামল বৃষ্টি। কেটেছে মেঘ। দেখা মিলেছে রোদের। এবার ফের বইবে উত্তুরে হাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বাংলায়…

kolkata-city

নিউজ ডেস্ক, কলকাতা: পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে থামল বৃষ্টি। কেটেছে মেঘ। দেখা মিলেছে রোদের। এবার ফের বইবে উত্তুরে হাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস

বাংলায় ফিরবে শুকনো হাওয়া। কমবে জলীয়বাষ্প ভরতি পূবালী হাওয়া। আর এর হাত ধরেই হেমন্তের পরিবেশ ফিরবে বাংলার আবহাওয়ায়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে। দুর্যোগের ঘনঘটা সরিয়ে আবহাওয়ার উন্নতি স্পষ্ট কলকাতার আবহাওয়াতেও। আগামী ২৪ ঘন্টার মধ্যে দ্রুত কমবে রাতের তাপমাত্রাও। আজ মঙ্গলবার থেকে বাড়বে দিনের তাপমাত্রা। অর্থাৎ সব মিলিয়ে সামান্য হলেও ফিরবে রাতে ও সকালের দিকের শীতের আমেজ। আগামী চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

kolkata-city

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪, সর্বনিম্ন ৬৪ শতাংশ। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার মতো কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও।

<

p style=”text-align: justify;”>গত সপ্তাহে বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে আসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।