Purulia: কাউন্সিলর খুনে কেস ডায়েরি জমা পড়ল হাইকোর্টে

অবশেষে পুরুলিয়ার ঝালদা পুরসভা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় কেস ডায়েরি জমা পড়লো হাই কোর্টে। শুক্রবার পুরুলিয়ার এসপি এই রিপোর্ট জমা দিলেন। অন্যদিকে এদিনই…

অবশেষে পুরুলিয়ার ঝালদা পুরসভা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় কেস ডায়েরি জমা পড়লো হাই কোর্টে। শুক্রবার পুরুলিয়ার এসপি এই রিপোর্ট জমা দিলেন।

অন্যদিকে এদিনই পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় গ্রেফতার করা হল মূল চক্রীকে। সূত্র মারফত খবর, বোকারো থেকে গ্রেফতার করা হয়েছে এই মূল চক্রীকে। ধৃতের নাম কোলেবার সিং। পুলিশের অনুমান, খুনের পরিকল্পনা করে এই কোলেবারই। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ ঝালদা শহরের বাঘমুন্ডি রোডের ওপর খুন হন এ বারের পুরভোটে শহরের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে বঙ্গ-রাজনীতি। মামলা জল গড়ায় হাইকোর্ট অবধি। এদিকে সম্প্রতি সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী। এ দিনই সিটকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। উল্লেখ্য, এই ঘটনায় সিআইডি এবং রাজ্য পুলিশ একসঙ্গেই তদন্ত করছে।