SSC Scam: নিয়োগ দুর্নীতির সিবিআই তদন্তে এবার কল্যাণময় গ্রেফতার

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) এবার মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। প্রায় ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার…

kalyanmoy-gangopadhyay

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) এবার মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। প্রায় ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তাঁকে।

উত্তরে সঙ্গতি মেলার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির আধিকারিকদের তরফে সবুজ সঙ্কেত মিলতেই গ্রেফতার করা হল তাঁকে। ইতিমধ্যেই তাঁকে শারীরিক চেক আপের জন্য এসএসকেএমের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

এর আগে আদালতকে দেওয়া প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির রিপোর্টে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নামের উল্লেখ ছিল। যেখানে শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে কল্যাণময় গঙ্গপাধ্যায়েরন যোগ মিলেছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় জড়িত রয়েছে তাঁর নাম।

এর আগে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআরে ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতির শেষ অবধি পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই। সেখানে তাঁদের বড় অস্ত্র প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটি রিপোর্ট। সেই রিপোর্ট ধরেই বৃহস্পতিবার একটানা ছয় ঘন্টা ধরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। 

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় আজ রাজ্য ও দিল্লির ৬ টি জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। আগামী দিনে তাঁদের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে সিবিআই। পুজোর আগেই নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে  নামতে চলেছে সিবিআই।