Tripura: দলত্যাগের পথে বিজেপি সরকারের অন্যতম খুঁটি সুদীপ

বিজেপির টিকিট নিয়ে আর বিধানসভা নির্বাচনে লড়াই করছি না। এমনই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ। গত কয়েকদিন ধরেই ত্রিপুরার (Tripura) রাজনীতিতে…

Sudip Roy Barman

বিজেপির টিকিট নিয়ে আর বিধানসভা নির্বাচনে লড়াই করছি না। এমনই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ। গত কয়েকদিন ধরেই ত্রিপুরার (Tripura) রাজনীতিতে আলোচনা ছিল সুদীপবাবুর অবস্থান কী হতে চলেছে। তিনি যে বিজেপির হয়ে আর রাজনৈতিক ময়দানে নেই তা বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন।

সুদীপবাবুর এমন ঘোষণায় রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম খুঁটি সরে গেল।মনে করা হচ্ছে, এর প্রভাব পড়তে চলেছে বিধানসভা নির্বাচনে। যদিও সুদীপবাবু তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে কিছু বলতে চাননি।

বিজেপির টিকিটে সুদীপ রায়বর্মণ না লড়াই করলে পুরো বিজেপিটাই প্রবল ভাঙনের মুখে পড়বে। আগরতলায় গুঞ্জন এমনই। সুদীপবাবুর অনুগামীরা একযোগে দলত্যাগ করলে সরকার হয় পড়ে যাবে নতুবা সংখ্যালঘু হয়ে যাবে এমনও আশঙ্কা রয়েছে।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে ‘আদায় কাঁচকলা’ সম্পর্ক সুদীপ রায়বর্মণের। বৃহস্পতিবার বিজেপির হয়ে ভোটে লড়াই না করার ঘোষণার মাঝে মুখ্যমন্ত্রীর প্রবল সমালোচনা করেন সুদীপবাবু। এর জেরে শাসকদলের অভ্যন্তরে শুরু হয়েছে ফের আলোড়ন।

সুদীপবাবু জানিয়েছেন, ত্রিপুরায় টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে যাদের সাহায্য নিয়েছিনাম তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ করে চলেছি।

গত ২০১৮ বিধানসভা ভোটে ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম সরকারের পতন হয়। ক্ষমতায় এসেছে বিজেপি আইপিএফটি জোট সরকার। বিরোধী দল সিপিআইএম।

ভোটের আগে তৎকালীন বিরোধী দল কংগ্রেস থেকে বেরিয়ে সুদীপবাবু তাঁর অনুগামী বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিরোধী দলের মর্যাদা হারায় কংগ্রেস। ভোটের ঠিক আগে টিএমসি ছেড়ে সুদীপবাবু ও তাঁর অনুগামীরা যোগ দেন বিজেপিতে।

ত্রিপুরায় বিজেপি দল সরকার গড়ে। মন্ত্রিসভায় থেকেও টানা প্রশাসনিক ভূমিকা নিয়ে সরকারের মুন্ডপাত করতে থাকেন সুদীপবাবু। মুখ্যমন্ত্রী বিপ্লববাবুর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। মন্ত্রিসভা থেকে সুদীপ রায় বর্মণকে সরানো হয়।

বিপ্লব বনাম সুদীপ সংঘাত তীব্র হয়েছে। সাম্প্রতিক পুর নির্বাচনের ঠিক আগে সুদীপবাবু লাগামছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার দলত্যাগের পথে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ঘরের ছেলেকে বরণ নতুন করে বরণের জন্য প্রস্তুতি চলছে। দিল্লি থেকে এসেছে নির্দেশ।