UP Poll 2022: ভোট চাইতে গিয়ে গ্রামবাসীর তাড়া খেলেন বিজেপি নেতা

নির্বাচনী(UP Poll 2022) আবহে ফের মুখ পুড়ল বিজেপি শিবিরের। নির্বাচনী প্রচারে গিয়ে শেষমেষ কিনা গ্রামবাসীর তাড়া খেলেন বিজেপি নেতা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি…

নির্বাচনী(UP Poll 2022) আবহে ফের মুখ পুড়ল বিজেপি শিবিরের। নির্বাচনী প্রচারে গিয়ে শেষমেষ কিনা গ্রামবাসীর তাড়া খেলেন বিজেপি নেতা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে।

খাতাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি (Vikram Singh Saini) একটি গ্রামে সভার জন্য এসেছিলেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা তাঁর গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। গ্রামবাসীদের বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। মন্ত্রীর পদত্যাগেরও দাবি তুলছিলেন গ্রামবাসীরা। কৃষি আইন বলবৎ করা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন সাধারণ গ্রামবাসী।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য বিক্রম সাইনি বরাবর শিরোনামে থাকেন। ২০১৯ সালে তিনি ভারতে যারা অনিরাপদ বোধ করেন তাদের “বোমা” দেওয়ার হুমকি দিয়েছিলেন। তার এক বছর আগে তিনি বলেছিলেন, “আমাদের দেশকে হিন্দুস্তান বলা হয়, যার অর্থ হিন্দুদের জন্য একটি জাতি”। তিনি “যারা গরু হত্যা করে তাদের হাত-পা ভেঙে দেওয়ার” হুমকিও দিয়েছেন।

উল্লেখ্য, শুধু উত্তরপ্রদেশেই নয়, বাংলাতেও এহেন ঘটনা ঘটেছে। বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি নেতা সুনীল মন্ডলকে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের দেয়াসীন গ্ৰামের মালঞ্চ ব্রিজের দীর্ঘ দু বছর পর কাজ দেখতে এসে সাংসদ সুনীল মণ্ডল পড়লেন বিক্ষোভের মুখে।গ্ৰামবাসীরা ঘিরে ধরে বলতে থাকেন ব্যাটা চোর চোর। টাকা খেয়েছে। মোদীর দালাল। শুভেন্দু অধিকারীর দালাল। প্রবল বিক্ষোভের মুখে সাংসদকে এলাকা ছাড়তে হয়।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভোট। ফলাফল ঘোষণা করা হবে ১০ মার্চ।