Ram Mandir: রামলালাকে দেখতে প্রথমদিনেই ৫ লক্ষ পুণ্যার্থীদের ঢল

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার সকালেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রাম মন্দিরের (Ram Mandir)গেট। প্রথম দিনই ভক্তদের ঢল নেমেছে…

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার সকালেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রাম মন্দিরের (Ram Mandir)গেট। প্রথম দিনই ভক্তদের ঢল নেমেছে অযোধ্যার রাম মন্দিরে। অযোধ্যার কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ভোররাত থেকে মন্দিরে ভিড় জমায় ভক্তরা। প্রথম দিনের ভোরেই প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার রামলালার দর্শনে এসেছেন বলে মন্দির সূত্রে খবর।

রাম মন্দির সূত্রে খবর, এদিন ভোররাত ৩টে থেকে ভক্তরা রাম মন্দিরের গেটের সামনে ভিড় করতে শুরু করেন। নির্ধারিত সূচি মেনে ভোরের আরতির পর সকাল ৮টা নাগাদ মন্দিরের গেট খোলা হয়। তারপর লাইন দিয়ে ভক্তরা মন্দিরের ভিতর ঢুকে রামলালাকে দেখতে পান এবং পুজো দেন। রামলালার প্রথম দর্শন পেতে এদিন ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী ভিড় জমায় বলে শ্রীরাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের দাবি।

রাত থাকতেই ভক্তদের রাম মন্দিরের গেটে ভক্তদের জমায়েত করার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।‌ ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাম মন্দিরের গেটের সামনে ভক্তদের ভিড়। ভোরের আলো ফোটার আগেই কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ভক্তরা মন্দিরের গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রত্যেকের মুখে মুখে।

মন্দিরের বাইরে ভক্তদের ভিড় থাকলেও গেট খুলেছে নির্ধারিত সময় মেনেই। সকাল সাড়ে ৬টায় ভোরের আরতির পর মন্দিরের গেট খোলা হয়। তারপর ৮টা থেকে পুজো নেওয়া শুরু হয়। মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকবে এবং পুজো নেওয়া হবে। তারপর আবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুজো নেওয়া চলবে। সকালে মন্দির খোলার আগে এবং সন্ধ্যায় মন্দির বন্ধ হওয়ার পর- দু-বার বিগ্রহের আরতি হবে।