বঙ্গ বিজেপির’ বিদ্রোহ’ ঠেকাতে নাড্ডা-শাহকে চিঠি ৯ বিধায়কের

দলের সাংগঠনিক রদবদল ঘিরে বঙ্গ বিজেপিতে বিদ্রোহ অব্যাহত। গোষ্ঠীদ্বন্দ্ব বজায় রেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বকে…

দলের সাংগঠনিক রদবদল ঘিরে বঙ্গ বিজেপিতে বিদ্রোহ অব্যাহত। গোষ্ঠীদ্বন্দ্ব বজায় রেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিলেন বাংলার ৯ জন বিজেপি বিধায়ক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গত ২৫ ডিসেম্বর বাঁকুড়া এবং বিষ্ণুপুরের জেলা সভাপতির রদবদল করে বিজেপি। বাঁকুড়ায় সুনীল রুদ্র মণ্ডল, বিষ্ণুপুরে বিল্বেশ্বর সিংহকে নতুন সভাপতি করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে গ্রুপ ছাড়েন কয়েকজন বিধায়ক। সেই বিরোধিতাকে আরও এক ধাপ এগিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে আলাদা আলাদ ভাবে চিঠি দিলেন বিধায়কের এক দল। ইন্দাসের বিধায়ক নির্মলকুমার ধাড়া, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা চিঠি পাঠানোর বিষয়টি মেনেও নিয়েছেন।

বাঁকুড়ার বিধায়ক বলেন, ‘দলের সভাপতি নিজের বুদ্ধিতে না চলে যদি অন্যের ইশারায় কাজ করেন তাহলে তিনি সংগঠনকে ধরে রাখতে পারবেন না।’ সাংগঠনিক রদবদলের ফলে দলের অনেক পুরনো এবং অভিজ্ঞ কর্মী কাজ করতে পারছেন না। তাঁরা যাতে পুনরায় সুষ্ঠঠভাবে কাজ করতে পারে সেই দাবি জানিয়েই নেতৃত্বকে চিঠি দিয়েছেন বিধায়করা।