Tripura: বিজেপি ত্যাগ করলেই সুদীপ বরণে জমকালো প্রস্তুতি নিন, বার্তা রাহুলের

প্রত্যাবর্তনের সব রাস্তা খোলা। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে তৈরি কংগ্রেস। ত্রিপুরার (Tripura) রাজনৈতিক মহলে বড়সড় পাল্টি হাওয়া আসতে চলেছে। ২০২৩ সালের বিধানসভা ভোটের আগেই…

AlCC sent smessage to tripura pcc special arrangement for suip roy barman

প্রত্যাবর্তনের সব রাস্তা খোলা। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে তৈরি কংগ্রেস। ত্রিপুরার (Tripura) রাজনৈতিক মহলে বড়সড় পাল্টি হাওয়া আসতে চলেছে। ২০২৩ সালের বিধানসভা ভোটের আগেই ফের স্ব-রাজনৈতিক গৃহে ফিরবেন মুখ্যমন্ত্রীর চক্ষুশূল বর্তমান বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। প্রদেশ কংগ্রেসের ইঙ্গিত স্পষ্ট।

সূত্রের খবর, এআইসিসি থেকে নির্দেশ চলে এসেছে। রাহুল গান্ধীর নির্দেশ আসা মাত্র আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবন সরগরম। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহার কাছে নির্দেশ এসেছে সুদীপবাবুকে ফিরিয়ে নিতে জমকালো প্রস্তুতির।

   

Read More : Modi: ‘ঘরে ঘরে চাকরি’ নেই, মোদীর সফরে ত্রিপুরায় বেকারত্ব কাঁটা

সুদীপ রায় বর্মণকে দলে টানতে মরিয়া কংগ্রেস। গত ২০১৮ সালের বিধানসভা ভোটের আগে কংগ্রেস ত্যাগ করে প্রথমে তৃ়ণমূল কংগ্রেস পরে বিজেপিতে যোগ দেন সুদীপবাবু সহ তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে বিরোধী বিধায়করা। সেই ভোটের আগে সুদীপ অনুগ্রহে ক্ষণিকের জন্য ত্রিপুরায় বিরোধী আসন হয়েছিল টিএমসি। পরে ভোটে বাম সরকারের পতন হয়। ক্ষমতায় আসে বিজেপি। ভোটের আগেই সুদীপ রায়বর্মণ বিজেপিতে যোগ দেন। তিনি বিজেপি জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন।

Read More: Abhishek Banerjee: ত্রিপুরায় জেলায় দলের সংগঠন মজবুত করতে নির্দেশ অভিষেকের

ত্রিপুরাকে বাম শাসন পতনের পর রাজ্য জুড়ে ব্যাপক বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি নিয়ে সরকারের মুন্ডপাত করেছেন সুদীপ রায়বর্মণ। তবে সুদীপ ছাড়া কংগ্রেস শূন্য হয়ে গেছে। সাম্প্রতিক পুর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করে সুদীপ রায়বর্মণ আরও বিতর্কিত পরিস্থিতি তৈরি করেন।

ঘনিষ্ঠ মহলে সুদীপবাবু জানিয়েছেন তিনি আসন্ন বিধানসভা ভোটে আর বিজেপির টিকিট পাচ্ছেন না নিশ্চিত। তৃ়লমূল কংগ্রেসের তরফে যোগাযোগ বাড়লেও পুরনো দলেই ফিরতে চান। সুদীপ অনুগামী একসার বিধায়ক ফিরতে চলেছেন বলেই খবর।