Tripura: ‘ফল ভালো হবে না’ জোট নিয়ে সমর্থকদের ক্ষোভ শুনছেন CPIM-INC নেতারা

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট শূন্য পেয়ে একই পথ নিল ত্রিপুরার (Tripura) সিপিআইএম (CPIM) নেতৃত্ব। যদিও মুখে জোট শব্দ না বলে গণতন্ত্র রক্ষা করার দাবি তুলে…

anubrata_jial

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট শূন্য পেয়ে একই পথ নিল ত্রিপুরার (Tripura) সিপিআইএম (CPIM) নেতৃত্ব। যদিও মুখে জোট শব্দ না বলে গণতন্ত্র রক্ষা করার দাবি তুলে বিজেপি (BJP) বিরোধী ভোটকে এক জায়গায় আনার কথা বলেছেন রাজ্য সিপিআইএম সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। শুক্রবার আগরতলায় তাঁর সাথে কংগ্রেসের (INC) পর্যবেক্ষক অজয় কুমারের বৈঠকের পর এ রাজ্যে বিধানসভা ভোটে (Tripura Election 2023) একদা যুযুধান দুপক্ষ এবার আসন সমঝোতা করতে চলল।

  • সূত্রের খবর, সমঝোতার খাতিরে বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক ও সিপিআইয়ের কোটা থেকে আসন কেটে কংগ্রেসকে ছাড়ছে সিপিআইএম।
  • আসন সমঝোতা নিয়ে সিপিআইএম ও কংগ্রেস দুই শিবিরের কর্মী সমর্থকরা ক্ষোভ উগরে দিচ্ছেন। তাঁরা সরাসরি নিজ নিজ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধেই মন্তব্য করতে শুরু করেছেন। বলছেন ফল ভালো হবে না।

ত্রিপুরায় সিপিআইএম ও কংগ্রেসের আসন সমঝোতার রাজনৈতিক ডাকনাম হয়েছে ‘বামগ্রেস’। পশ্চিমবঙ্গে এই দুই দলের জোট সূত্র পুরোপুরি অকার্যকর পরিনত হয়েছে। ফলে ত্রিপুরার ক্ষেত্রে সেই সূত্র নিয়েই রাজ্য সিপিআইএমের মধ্যে চলছে দ্বন্দ্ব। তবে সিপিআইএম ও কংগ্রেস দুই দলের শীর্ষ নেতারা মুখ বন্ধ রেখেছেন।

   

টানা ২৫ বছর বামফ্রন্ট শাসনের পর গত বিধানসভা ভোটে ত্রিপুরায় বিজেপি ও আইপিএফটি জোট সরকার গড়ে। রাজ্যে সুশাসনের দাবি করলেও বেকারত্ব হারে বৃদ্ধি ও মাদক কারবারের বাড়বাড়ন্তের জেরে বিব্রত বিজেপি। তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে চাকরি। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এর জেরে জনগণের ক্ষোভ তুঙ্গে। সিপিআইএম নেতাদের দাবি, জনগণের সরকার বিরোধী মনোভাবের ভোট একজোট করতেই আসন সমঝোতার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ত্রিপুরার সিপিআইএমের গলায় কাঁটার মতো বিঁধছে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটের করুণ হাল।