লাদাখ সীমান্তে চিনের বাড়বাড়ন্ত দেখে একজোট হওয়ার বার্তা আমেরিকার

লাদাখে ক্রমশ চিনের বাড়বাড়ন্ত চিন্তা ধরাচ্ছে ভারতের। এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকাও। কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন জানিয়েছেন, লাদাখের কাছে চিনেদের কার্যকলাপ ‘চোখ…

লাদাখে ক্রমশ চিনের বাড়বাড়ন্ত চিন্তা ধরাচ্ছে ভারতের। এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকাও। কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন জানিয়েছেন, লাদাখের কাছে চিনেদের কার্যকলাপ ‘চোখ খুলে দেওয়ার মতো’ এবং যে অবকাঠামো তৈরি করা হচ্ছে তা উদ্বেগজনক।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে চিন সেনাদের কার্যাকলাপ চোখে পড়ার মতো। আমি মনে করি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে যে অবকাঠামো তৈরি করা হচ্ছে তা উদ্বেগজনক। এবং এত কিছু, তাদের সমস্ত সামরিক অস্ত্রাগারের মতো, একজনকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, কেন, জেনারেল, যিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তত্ত্বাবধান করেন।’

   

জেনারেল বলেন, ‘আমি মনে করি, চিনেরা যেসব ক্ষয়কারী ও দূষিত আচরণ করছে, সেগুলোর পাল্টা হিসেবে আমাদের সকলের একসঙ্গে কাজ করা উচিৎ।’ উল্লেখ্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই অক্টোবরে যুদ্ধ অভ্যাস অনুশীলনের অংশ হিসাবে হিমালয়ের ৯,০০০-১০,০০০ ফুট উচ্চতায় প্রশিক্ষণ মিশন পরিচালনা করতে চলেছে।