ট্রেনের ইঞ্জিনে উঠে সেলফিবাজি! কিশোরের মৃত্যু

সেলফি তোলার নেশাই কাল হল। স্মার্টফোন হাতে পেয়ে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ১৬ বছরের কিশোরের। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছাতারপুর রেল স্টেশনে এই…

teenager died selfie with a smartphone in his hand

সেলফি তোলার নেশাই কাল হল। স্মার্টফোন হাতে পেয়ে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ১৬ বছরের কিশোরের। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছাতারপুর রেল স্টেশনে এই ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ছতরপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে উঠে সেলফি তোলার চেষ্টা করছিল সুহেল মনসুরি নামে এক কিশোর। হাই-টেনশন ইলেকট্রিক তারের সংস্পর্শে আসায় ইঞ্জিনের উপর থেকে সুহেল ছিটকে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সুহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিরাপত্তার গলদের ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাঁদের প্রশ্ন, স্টেশনে কর্তব্যরত পুলিশ কর্মীদের চোখ এড়িয়ে সুহেল কীভাবে ট্রেনের ইঞ্জিনে চড়ে বসল? উত্তেজিত বেশ কিছু মানুষ স্টেশন মাস্টারের অফিসে ঢিল ছুঁড়ে বিক্ষোভ দেখান।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আরপিএফের দাবি, স্টেশন মাস্টারের সঙ্গেও অত্যন্ত অশালীন আচরণ করে স্থানীয় বাসিন্দারা। এমনকী, স্টেশন মাস্টারের ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। বিক্ষুব্ধ জনতার হাত থেকে স্টেশন মাস্টারকে রক্ষা করতে এগিয়ে আসে আরপিএফ। আরপিএফের ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার জানান, এই ঘটনায় সিভিল লাইন্স থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত কিশোরের বন্ধু আশরফ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ছতরপুর স্টেশনে গিয়েছিল সুহেল। স্টেশনে দাঁড়িয়ে ছিল একটি ইঞ্জিন। সেলফি তোলার জন্য সুহেল ইঞ্জিনে উঠে পড়ে। এরপর মোবাইল বের করে সেলফি তোলার চেষ্টা করে। সেই সময়ই ওভারহেডে তারের সঙ্গে সুহেলের হাতের স্পর্শ হয়। তখনই বিদ্যুৎস্পষ্ট হয় সুহেল। বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়ে সে। খবর পেয়ে আরপিএফ এসে দেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়তেই আসরে নামে পুলিশ।